আমাদের কথা খুঁজে নিন

   

তুমিহীন, হাওয়াহীন আদমের নিঃসঙ্গতা ।। শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তোমাকে ভালোবাসা দেখলাম, তোমার ভেতরেই পৃথিবীর সকল আনন্দের দর্শনীয় স্থান,
পৃথিবীর সকল যুদ্ধের প্রস্তুতি আর প্রেরণা আসে তোমার ভালোবাসা থেকে __
পৃথিবীর সবচে ক্লান্তিনাশক ওষুধ তৈরি হয় তোমার হাতের ছোঁয়ায় আর তৈজসে ;
তুমি পৃথিবীর সকল ইতিহাস গড়ো, পৃথিবীর যত কাব্য সাহিত্য শিল্প তোমাকে লেখে।

তোমাকে ভালোবেসে দেখলাম 'সমস্ত দিনের শেষে ফিরে আসা এক শান্তির নীড়'
এখানে মানবসকল থিতু ভয়, ভীতু হয়__এখান থেকেই নেয় রণাঙ্গনের প্রস্তুতি __
এখানে পৃথিবীর যত অলঙ্কার, উপমা, উৎপ্রেক্ষা, রস ছন্দের দোলা অার মোহন গীতি ;
এখানেই সকল অন্ধকার প্রশমিত হয়, এখানেই পৃথিবীর সকল আলোকের ভীড়।



তোমাকে ভালোবেসে দেখলাম তুমি মমতাময়ী মা, যুবকের সেবিকা, সুধাদাত্রী প্রেমিকা __
তোমাকে ভালোবেসে দেখলাম, এটাই রাজপথ, রাজপ্রাসাদ আর বিলাসের অনুপম ঘর,
এখানে দিনগুলি রঙিন হয়, রাতগুলি ঝিলমিল করে, এখানেই আনন্দরা অতীব মনোহর ;
এখানেই পৃথিবীর তাবৎ নদী, নক্ষত্র আর বাতাসের গুনগুন গান, শিল্পের ছবি আঁকা।

তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীতে বাঁচার জন্য তু্মিই একমাত্র অন্তরঙ্গ বন্ধু আমার ;
তুমিহীন, হাওয়াহীন আদমের নিঃসঙ্গতা, ছন্দহীন কবিতা, পৃথিবীটা একটা বিরাণ খামার।

০৯.০১.২০১৪
[তুমিহীন, হাওয়াহীন আদমের নিঃসঙ্গতা । । শাফিক আফতাব]



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।