আমাদের কথা খুঁজে নিন

   

অসহ্য আদমের সুরত

আমার ভাবনাগুলোর চিত্ররূপ হলো আমার চলচ্চিত্র আর বর্ণরূপ হলো এই ব্লগ॥ চোখ বুঁজলেই দুঃস্বপ্ন, টোটা-ফাটা ঘুম নাক-মুখ চেপে ধরে পরম অস্বস্তি বন্ধ হতে হতে নাভিশ্বাস হয়ে ওঠে সপ্রতিভ নিশ্বাসগুলো সুন্দর স্বপ্নগুলো ক্রমশ ভয়াল হয়ে একটা করাল গ্রাসে পুরে নিতে থাকে আমায় অস্পষ্ট একটা টেকো চেহারা, অসহ্য আদমের সুরত বিদঘুটে ভারি শরীর নিয়ে সিন্দাবাদের ভুত হয়ে চেপে বসে আমার বুকের ওপর। হয়তো শুনলেও শুনতে পেতে তুমি অস্ফুটে আমার গোঙানি আমার পার্শ্ববর্তী বালিশে তোমার শয্যার বিধান হতো যদি॥ - মেহ্দী খান জেহাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।