আমাদের কথা খুঁজে নিন

   

স্পিন দাপটেও উজ্জ্বল মার্শাল

প্রথম রাউন্ডের ম্যাচ দুটিতে খুঁজেই পাওয়া যায়নি স্পিনারদের। ব্যাটসম্যানদের দাপটে অসহায় ছিলেন স্পিনারসহ পেস বোলাররা। প্রথম পর্বে ৬ সেঞ্চুরির একটি ছিল ডাবল। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে এবার স্পিনারদের ঘূর্ণিতে নাকাল ব্যাটসম্যানরা। ডান ও বাঁ হাতি স্পিনারদের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে ব্যাটসম্যানদের।

তারপরও তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাবিল সামাদদের ঘূর্ণির মুখে উজ্জ্বল ছিলেন মার্শাল আইয়ুব। গতকাল দ্বিতীয়দিন ১২২ রানে অপরাজিত রয়েছেন মার্শাল। তার সেঞ্চুরিতে ওয়ালটন মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩১৮ রান তুলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের চেয়ে এগিয়ে রয়েছে ২৫৩ রানে। অন্য ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১০১ রানে এগিয়ে রয়েছে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে।

বিকেএসপি ৩ নম্বর মাঠে আগের দিনের ৭ উইকেটে ১৯৬ রান নিয়ে খেলতে নেমে আরও ৩৪ রান যোগ করে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আগের দিনের সঙ্গে আরও দুই উইকেট নেন। ইনিংস শেষে তার সংগ্রহ ৯৪ রানে ৭ উইকেট। ৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল। মার্শালের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১৮ রান তুলে পার করেছে দ্বিতীয় দিন। ৫১ রানে ওপেনার শাহরিয়ার নাফিস (২৭) সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন শামসুর রহমান শুভ ও মার্শাল।

প্রথম পর্বের ডাবল সেঞ্চুরিয়ান শুভ গতকাল খেলেন ৬৫ রানে ইনিংস। দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৭ রান। মার্শাল ১২২ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ১৯০ বলে ১৪ চার ও ২ ছক্কায়। আজ তৃতীয় দিন কতদূর যেয়ে থামে মধ্যাঞ্চলের ইনিংস এটাই দেখার বিষয়। তবে ম্যাচের যে চিত্র, তাতে ফল কী হবে অনেকটাই আন্দাজ করা যায়।

বিকেএসপি-২ নম্বর মাঠে প্রথম দিন পার করেছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৮ উইকেটে ২৬১ রান তুলে। গতকাল মাত্র ২ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৭০ রানে। আগের দিন ৭ উইকেট পাওয়া তাইজুল ইসলাম আর কোনো উইকেট পাননি। জবাবে খেলতে নেমে নাবিল সামাদের ঘূর্ণিতে ২৪৮ রানে গুটিয়ে যায় বিসিবি উত্তরাঞ্চল। নাবিলের ঘূর্ণিতে এক পর্যায়ে ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল উত্তরাঞ্চল।

সেখান থেকে টেনে তুলেন দুই অলরাউন্ডার ফরহাদ রেজা ও সোহরাওয়ার্দী শুভ। প্রথম পর্বে ১৫৩ রান করা ফরহাদ গতকাল আউট হন ৭২ রানের সময়োপযোগী ইনিংস খেলে।

 

সংক্ষিপ্ত স্কোর

ওয়ালটন মধ্যাঞ্চল

প্রথম ইনিংস, ১৬৫/১০ ও দ্বিতীয় ইনিংস, ৩১৮/৫, ৭১ ওভার (শাহরিয়ার নাফিস ২৭, শামসুর রহমান শুভ ৬৫, মার্শাল আইয়ুব ১২২*, রকিবুল হাসান ৩১, মাহমুদুল্লাহ ৪১। তাইবুর পারভেজ ৩/৩৪)

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস, ২৩০/১০, ৬৪.২ ওভার (সৌম্য সরকার ২১, ইমরুল কায়েশ ২৭, মো. মিথুন ৮৮, তাইবুর পারভেজ ৩১, শুভাগত হোম ১৭। শাহাদাত রাজিব ১/৪৫, মাহমুদুল্লাহ ৭/৯৪।

 

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস ২৭০/১০ (মুমিনুল হক সৌরভ ৯৪, অলক কাপালি ৫৮। তাইজুল ইসলাম ৭/৭১)। দ্বিতীয় ইনিংস, ৭৯/৩, ২১ ওভার ( নাফিস ইকবাল ৩৭, মুমিনুল হক ২৪। তাইজুল ইসলাম ১/১৯)।

 

 

বিসিবি উত্তরাঞ্চল ২৪৮/১০, ৬৮ ওভার (জুনায়েদ সিদ্দিকী ১৮, নাঈম ইসলাম ১৮, মুশফিকুর রহিম ৩১, ফরহাদ রেজা ৭২, সোহরাওয়ার্দী শুভ ৬৭*।

নাবিল সামাদ ৬/৬৯)।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.