স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা পাকিস্তানী স্পিন কোচ এনে বাংলাদেশের স্পিনারদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে , তার উৎকৃষ্ট উদাহরণ এই দুই ম্যাচ, প্রশ্ন এটাই , আজ থেকে ৬ মাস আগে বাংলাদেশের স্পিন আক্রমণ ছিল বিশ্বের সেরা স্পিন আক্রমণ ।। তিন জন স্পিনার বল করে প্রতিপক্ষ দলের খেলোয়াওরদের খুবই অল্প রানে আটকে রাখতো এবং ৫-৬ উইকেট এই তিন স্পিনারই নিতো , কিন্তু এখন দেখি স্পিনাররা অসহায়ের মতন বল করে । গত দুই ম্যাচ বাংলাদেশের স্পিনারদের বল দেখে মনে হয়েছে তারা অসয়াহ হয়ে গেছে , তাদের বলো কোন ধার নেই , কোন রকমে ওভার শেষ করতে পারলেই সাড়ে । সাকলাই মুস্তাককে বাংলাদেশ ক্রিকেট দলের বলিং কোচ থেকে অব্যাহতি দেওয়া হোক , যখন বাংলাদেশ দলের স্পিন কোচ মোঃ রফিক ছিল তখন বাংলাদেশ দলের স্পিন আক্রমণ ছিল ভয়ংকর । তাই পাকি স্পিন কোচ এর বিদাই চাই .।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।