আমাদের কথা খুঁজে নিন

   

কাগজ দিয়ে পেন ড্রাইভ তৈরি হবে !

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো সাধারণ কাগজ ব্যবহার করেই তৈরি হবে পেনড্রাইভ। ইউএসবি পোর্টে কাগজটি প্রবেশ করিয়ে পেনড্রাইভের যাবতীয় কাজ করা যাবে। ডিসকভারি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভের ব্যবহার বর্তমানে এতটাই বেড়েছে যে, এখন তথ্য সংরক্ষণ বা স্থানান্তরের কাজে তা অহরহই ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা কাগজ ব্যবহার করে সাধারণ পেন ড্রাইভের মতো একটি পেন ড্রাইভ তৈরির পরিকল্পনা করেছেন। এ পেনড্রাইভ একবার ব্যবহার শেষে দুমড়ে মুচড়ে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া যাবে।

গবেষকেরা বলেন, যন্ত্রের যুগে কাগজের ব্যবহার যতই কমানোর কথা ভাবুন না কেনো এখনও চারপাশে কাগজ রয়েছে। এখনও মানুষের হাতে কাগজের বিজনেস কার্ড, জন্মদিনের কার্ড, নিমন্ত্রণ পত্র, চাকরির আবেদনপত্র প্রচলিত রয়েছে। অনেক সংস্থার পক্ষ থেকে এখনো গ্রাহকদের কাছে চিঠি পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের ইনটেলআইপেপার নামের প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান তাই প্রচলিত কাগজ ব্যবহার করে পেন ড্রাইভ তৈরির পরিকল্পনা করেছে। এ জন্য পেটেন্ট আবেদনও করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা কাগজের সঙ্গে সিলিকন চিপ যুক্ত করার একটি পদ্ধতি বের করেছেন, যার মাধ্যমে সাধারণ কাগজ ব্যবহার করেই পেন ড্রাইভ তৈরি করা যায়। এ পেন ড্রাইভ যেকোনো কম্পিউটারের ইউএসবি পোর্টে ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য স্থানান্তর করা যাবে। কাগজ অক্ষত থাকলে এটি পুনরায় ব্যবহার করা যাবে। এ ইউএসবি ড্রাইভটিকে কাস্টোমাইজ করে আবার যেকোনো আকার দিয়ে আমন্ত্রণ পত্র বা যেকোনো কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে। পেনড্রাইভটি কিউ আর কোডের মতো কাজ করবে।

কিউআর কোড হচ্ছে দ্বিমাত্রিক চিত্রের আদলে বানানো বিশেষ এক ধরনের কোড। এ কোডের মধ্যে টেক্সট, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা থেকে শুরু করে বিশেষ বা উল্লেখযোগ্য ঘটনার তারিখও দেওয়া থাকে। এ ধরনের কোড মুঠোফোনের সাহায্যে স্ক্যান করা হলে ওয়েবসাইট লিংক তৈরি করতে পারে এবং স্মার্টফোনের পর্দায় সংশ্লিষ্ট তথ্য দেখাতে পারে। খবরের সূত্র এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।