তৃণমূলে অপরাধ করলেই তবেই নেতা হওয়া যায়। বেলগাছিয়ায় বামফ্রন্টের জনসভায় দাঁড়িয়ে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
পাশাপাশি, রাজ্যসরকারের বিরুদ্ধে ফের সরব হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গত দুবছর তৃণমূল সরকারের শাসনকালে কোনও শিল্পায়ন, শিক্ষার উন্নয়ন ঘটেনি রাজ্যে। এমনকি, এতদিন বামসরকার ক্ষমতায় থাকলে সিঙ্গুরে কারখানা তৈরি হয়ে যেত বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
জনসভায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল দাবি করছে লোকসভা ভোটে দিল্লিতে সরকার গড়বে তৃণমূল। সেক্ষেত্রে, কারো সঙ্গে জোট করতে হবে তৃণমূল। ভোটের আগে কিভাবে সরকার দাবি করছে তৃণমূল সরকার গড়বে দিল্লিতে বলে প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এছাড়াও, ভোটে সন্ত্রাসসহ একাধিক বিষয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।