আমাদের কথা খুঁজে নিন

   

হুজুরে দেল্লু মুল্লা রাজাকারে পাক

হে বঙ্গ ভান্ডারে তব বিভিদ রতনে, সকলি ফেলিতেছ করি বাঙ্গানুবাদ যতনে। হোয়াইট ওয়াশরে বাংলা করিয়া দিলা বাংলাবাঁশ, কান্দে কিউই পোলা, টাইগার শাবাশ। গ্যাংনাম নাচিলো দেখো কতো পুলাপাইন, বাংনাম স্টাইল ছিলো সব চেয়ে ফাইন। উইকি লিক্স দেখাইলো কতো গোপন খবর, বলিলো সকলে দেখে জবর জবর। কিন্তু কি জানি যেনো বাকী থেকে গেলো, বাংলা লিক্সে তাহা পূর্ণতা পেলো।

হুজুরে দেল্লু মুল্লা রাজাকারে পাক, নাউজুবিল্লা বেটা দেখি পুরাই নাপাক। চটিবই পড়িয়া দিতো জশিলা বয়ান, তোতা পাখি, ময়না পাখি, কলিজু আধখান। মেশিন চলিতে থাকে মেশিনের তালে, জটা লাগিয়া গেলো হুজুরের বালে। কও কি মুমিন তুমি নেক আমলগার? সুন্দরী দেখিলে কেনো হও ভালগার? আর কতো কমিন তুমি মুমিন সাজিবে? ফাঁসির দড়িতে তোমার ঘন্টি বাঝিবে। দিন শেষ এইববার আল্লারে ডাকো মেশিন রাখিয়া কব্বরের জ্যামিতিটা আঁকো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.