শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস আগের রাউন্ডে বিদায় নেয়ায় হ্যাটট্রিক শিরোপার জয়ের স্বপ্ন দেখছিলেন দ্বিতীয় বেলারুশের আজারেঙ্কা। কিন্তু বুধবার বুধবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালে তাকে ৬-১, ৫-৭, ৬-০ গেমে হারিয়ে দেন 'নীরব ঘাতক' রাদভান্সকা।
পঞ্চম বাছাই রাদভান্সকার এই বিজয়ে মেয়েদের এককের শীর্ষ তিন বাছাই সেমি-ফাইনালের আগেই ঝড়ে পড়লেন। এর আগে চতুর্থ রাউন্ডেই শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ও তৃতীয় বাছাই মারিয়া শারাপোভা বিদায় নিয়েছিলেন।
২৪ বছর বয়সী রাদভান্সকা সেমি-ফাইনালে খেলবেন স্লোভাকিয়ার দমিনিকা সিবুলকোভার সঙ্গে।
অপর কোয়ার্টার-ফাইনালে ২০তম বাছাই সিবুলকোভা ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন হালেপকে।
আজারেঙ্কার কাছে আগের সাতটি ম্যাচ হারার পর এই জয়ে ভীষণ খুশি রাদভান্সকা।
"এটা নিশ্চিতভাবেই আমার সেরা কোয়ার্টার-ফাইনাল। আমি এর আগে কয়েকবার কোয়ার্টার-ফাইনাল খেলেছি এবং নিজেকে বলেছি, আমার এক ধাপ এগিয়ে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলতে হবে। আমি খুব খুশি যে তা অবশেষে পেরেছি।
"
২৪ বছর বয়সী সিবুলকোভা আগে অন্য তিনটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে শারাপোভাকে হারিয়ে 'সেট' পূর্ণ করেছিলেন তিনি। অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই শেষ আটে একাদশ বাছাই রোমানিয়ার হালেপকে হারান তিনি।
এর আগে ২০০৯ সালের ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে উঠেছিলেন সিবুলকোভা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।