আমাদের কথা খুঁজে নিন

   

গায়িকা সুচিত্রা সেন

মহানায়িকা সুচিত্রা সেন নেই। তার চলে যাওয়ায় বাঙালির রোমান্টিক মনে যে ক্ষত তৈরি হয়েছে তা এখনো শুকায়নি। তাই সুচিত্রা কাব্য চলছে প্রতিনিয়ত। বেরিয়ে আসছে তাকে নিয়ে নতুন নতুন তথ্য। নতুন নতুন ছবিও প্রকাশ হচ্ছে এ বিরল অভিনেত্রীর।

সম্প্রতি অভিনেত্রী সুচিত্রার পাশাপাশি আলোচিত হচ্ছেন গায়িকা সুচিত্রাও। স্কুল জীবনে কিন্তু সুচিত্রা অভিনয় করেননি, গেয়েছেন গান। সুচিত্রার কণ্ঠ ছিল সুরেলা- এটা সবারই জানা। পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি তিনি ভালো গাইতেও পারতেন। শুধু তাই নয়, পেশাদারিভাবে দুটো গানও গেয়েছেন সুচিত্রা।

পর্দায় তার ঠোঁট মেলানো বহু গান অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু তিনি নিজে দুটি গানও গেয়েছিলেন এবং তাতে ঠোঁটও মিলিয়েছিলেন। তার কণ্ঠে গাওয়া সেই গানের রেকর্ড বিক্রি হয়েছিল তিনশ'রও বেশি। মেগাফোনের সেই রেকর্ডের সংখ্যা ৬৫০। এর মধ্যে 'এই মন জোছনায়' পরবর্তী সময়ে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সুপারহিট হয়।

'গানে গানে' শিরোনামের অন্য গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার রবীন চট্টোপাধ্যায়। সুচিত্রার গাওয়া গান দুটি নতুন করে সংরক্ষণের চেষ্টা চলছে।

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.