আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি নেত্রী শাম্মী কারামুক্ত

ফাইল ছবি

বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।  

এর আগে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার একটি মামলায় দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত তাকে জামিন দেয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, বিকাল সাড়ে ৫টার দিকে শাম্মী আক্তারের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

তিনি হবিগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ছিলেন। গ্রেপ্তারের পর গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।

ওই কারা কর্মকর্তা আরো জানান, এ মহিলা কারাগার ২০০৪ সালে চালু হয়। এখানে দুইশর মতো কারাবন্দি রয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.