আমাদের কথা খুঁজে নিন

   

বিচারকের ‘সম্পদ’ খুঁজতে দুজনকে জিজ্ঞাসাবাদ, দুজনকে তলব

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৩ এর স্টেনোগ্রাফার আবুল হাসান ও ঢাকা বিশেষ জজ আদালতের স্টেনোগ্রাফার নুরুল ইসলামকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের উপপরিচালক হারুনুর রশিদ সকাল ৯টা থেকে প্রায় তিন ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

২৭ জানুয়ারি বিচারক মোতাহার হোসেনের গানম্যান বাদল দেওয়ান ও গাড়ির চালক সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

সম্প্রতি অবসরে যাওয়া এই বিচারকের অবৈধ সম্পদ খুঁজতে তার গাড়ি চালক ও দেহরক্ষীকেও তলব করেছে দুদক।  

গাড়ি চালকের নাম সোহরাব হোসেন এবং দেহরক্ষীর নাম বাদল দেওয়ান।

আগামী ২৭ জানুয়ারী তাদের রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বিকালে চিঠি পাঠানো হয়েছে বলে প্রণব ভট্টাচার্য্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনুসন্ধানের অংশ হিসাবেই তাদের তলব করা হয়েছে। ”

ঘুষ হিসাবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা একটি মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন।

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বড় ছেলে তারেককে ওই মামলায় খালাস দেয়া হলেও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশন তারেকের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করায় হাই কোর্ট ইতোমধ্যে তা গ্রহণ করে তারেককে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

এ মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক। গত পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।

২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

মামলার রায় দেয়া বিচারক মো. মোতাহার হোসেন গত ডিসেম্বরে অবসরে যান।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.