আমাদের কথা খুঁজে নিন

   

গাড়িতে বিশ্ব ভ্রমণ করে কাটিয়ে দিলো ১৩টি বছর!

অনেকেই আছেন যাদের কাছে ভ্রমণ একধরনের নেশা। তবে ভ্রমণের নেশায় একটানা ১৩ বছর কাটিয়ে দেওয়ার ঘটনাটি বিরল। মজার কথা হলো এসময় আলোচ্য ভ্রমণপিপাসুদের সঙ্গে ছিল ৮৫ বছর পুরোনো গাড়ি। আর এই ১৩ বছরে তাদের সংসারে এসেছে ৪ সন্তান সবাই বিভিন্ন দেশে ভ্রমণের সময়েই জন্ম নিয়েছে!

অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা গাড়িকে বাড়ি বানিয়ে হারমান ও ক্যানডেলারিয়া জ্যাপ নামের দম্পতি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দেশ। ঘরে ফেরেননি এক টানা ১৩ বছর।

কতোটা ভ্রমন পিপাসু হলে একটি পরিবার এভাবে এক টানা নিজের সমাজ ছেড়ে দেশে দেশে ঘুরে বেড়াতে পারেন তা সহজেই অনুমেয়।

হারমান-ক্যানডেলারিয়া দম্পতির সন্তান পাম্পা(১০) জন্ম নিয়েছে নর্থ ক্যারোলিনাতে, তেহু(৭) জন্ম নিয়েছে আর্জেন্টিনাতে, পালমা(৪) জন্ম নিয়েছে ভ্যানকোভার দ্বীপে এবং তিন বছরের উল্লাবি জন্ম নিয়েছে অস্ট্রেলিয়াতে।

আশ্চর্য জনক হলেও সত্যি এই পরিবার ছোট সন্তান নিয়ে ঘুরে বেড়িয়েছেন একের পর এক দেশে এবং জন্মদিয়েছেন বাদ বাকি সন্তানদের। এই পরিবার ২ লক্ষ মাইল পথ, ৪০ এর উপরে দেশ ঘুরেছেন ১৩ বছরে।

তারা দেশে দেশে ঘুরে বেড়াতে যেয়ে পড়েছিলেন নানান বাঁধার সম্মুখে।

কখনও দেখতে পান সামনে সাগর, কখনও বা নদী আবার কোথাও যাওয়ার পথ নেই পথ আগলে দিয়েছে বিশাল পাহাড় অথবা মুরুভুমি! সব পথ তারা জয় করেছেন নিজেদের পন্থাতেই।

হারমান-ক্যানডেলারিয়া জুটির দেখা হয়েছিল অনেক আগে যখন হারমান ১০ বছরের এবং জ্যাপ মাত্র ৮ বছরের। সেই থেকে দুইজন বন্ধু, এখনও তাদের বন্ধুত্ব অটুট। এদিকে হারমান এখন একজন আইটি বিশেষজ্ঞ। ১৯৯৬ সালে বিয়ে করার পর হারমান-জ্যাপ জুটি তাদের বিশ্ব ভ্রমণ শুরু করেন ২০০০ সাল থেকে।

এদিকে নিজেদের ভ্রমণ প্রসঙ্গে হারমান বলেন, 'আমরা ঘুরতে ভালোবাসি, তবে আমাদের মাঝে সব কিছুই আছে যা একটি তরুণ দম্পতির মাঝে থাকা দরকার। বর্তমানে আমরা ফিলিপাইনে রয়েছি। আমার বয়স এখন ৪২ বছর এবং ক্যানডেলারিয়া এর বয়স ৪০ বছর'।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.