পূর্ব সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
১৯ জানুয়ারি রাতে র্যাবের সঙ্গে বনদসু্য শীষ্য ওরফে রেজাউল বাহিনীর বন্দুকযুদ্ধের পর শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল তল্লাশী চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে আজ বিকেলে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তাস্তর করা হয়েছে।
অন্ত্রগুলোর মধ্যে ২টি দোনলা বিদেশি বন্দুক, ৩টি একনলা বিদেশি বন্দুক, ১টি টুটুবোর রাইফেল ও ৪৬ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলি রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. ছালেক র্যাবের অস্ত্র উদ্ধার ও থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।