আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবারে প্যাডেলে পা

সকাল ৭টা ৩০মিনিটে এই উপলক্ষে বিশেষ লোগো সংবলিত হুডি পরে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয় তাদের সাইকেল ভ্রমণ। ‘বিডিসি’ স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যায় বসিলা ব্রিজের দিকে। প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ঘাটেরচর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হয় তারা। সেখানে হাল্কা নাস্তা শেষে বিশাল কেক কাটেন সংগঠনের মডারেটর ও সক্রিয় সদস্যরা।
এরপর শুরু হয় কিছু ফান গেইম।

‘স্লো রেইস’ গেইমের প্রথম স্পেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে— আল আমিন, আবিদ রহমান ও মোজাম্মেল হক।
দ্বিতীয় স্পেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে— তাহমিদ, কাফিল রাফিদ ও প্রিন্স রহমান।
‘স্পুন রেইস’ শুরু হয় এরপরেই, চামচের উপর মারবেল রেখে সাইকেল চালিয়ে এই খেলায় প্রথম হন আনন্দ, দ্বিতীয় হন তারেক ও তৃতীয় হন সোহাগ।
‘ব্লাইন্ড ফোল্ড’ খেলায় চোখ বেঁধে সাইকেল চালিয়ে বিজয়ী হন বিতস্তা, লুবনা ও চৈত্র। ‘গো স্ট্রেইট’ খেলায় বিজয়ী হন— বাপ্পী, মেহেদী ও শিবল।

সবশেষে আয়োজিত ‘জিগজ্যাগ গেইম’ খেলায় বিজয়ী হন— সজল ও জাহান।
এভাবে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় শততম ‘বাইক ফ্রাইডে’। আয়োজনটি সফল করে তুলতে প্রধান ভূমিকা পালন করেন বিডিসির মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী। তার সঙ্গে ছিলেন মোজাম্মেল হক, ফয়সাল নিজাম, হামিদুর রশীদ তপু, মাইনুল ইসলাম রাহাত, দ্রাবিড় আলম, সাদ্দাম হোসেন, আলী ইমরান ইমাম, নূর-এ-নাজিয়া বিপাসহ আরও অনেকে।
দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি, ভ্রমণে আনন্দ ও সুস্বাস্থ্য অর্জনের লক্ষ্য নিয়ে ফেইসবুক ভিত্তিক সংগঠন বিডিসাইক্লিস্টের যাত্রা শুরু।


প্রতিষ্ঠার তিন বছরে, মাসের শেষ শুক্রবার ব্যতিত সাপ্তাহিক ভিত্তিতে নিয়মিত সাইকেল রাইডের আয়োজন করছে সংগঠনটি। শহুরে যান্ত্রিকতার থেকে নিস্তার পেতে শুরুতে ‘বাইক ফ্রাইডে’র আয়োজনটি ছিল প্রায় ১৫ জনের।
ফেইসবুকে বর্তমানের এর সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি।
সংগঠনটি মাসের শেষ শুক্রবার ব্যতিত প্রতি শুক্রবার সকালেই রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রমণ করে। তাদের নিয়মিত গন্তব্যের তালিকায় রয়েছে— বসিলা, বিরুলিয়া, মাওয়া, কেরানিগঞ্জ, মিরপুর, ডিওএইচএস, আফতাবনগর ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.