আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে নিন চাঁদের পাহাড়ের Audio Books জলদি।

যারা এই চাঁদের পাহাড় সম্পরকে জানেন না তাদের বলছি। এইটি মুলত আফ্রিকার জঙ্গলকে নিয়ে সংকরের (সিনেমাতে দেব যার ভূমিকা করছে। ) দুঃসাহসিক অভিজান। আর সংকরের সঙ্গি ডিয়েগো এল্ভারেজ। বিপদ এর ওপর বিপদ।

খাবার ফুরিয়ে যায়। পথ হারায় তারপর death circle (Death Circle মানে হলো বিস্তীর্ণ Africa বা মরুভুমিতে একিই জাইগাতে মাসের পর মাস আপনি ঘুরবেন মনে হবে আপনি কতো দূর চলে গেছেন কিন্তু আপনি ওই জাইগাতেই আছেন। ঘুরে ফিরে একি জাইগাতে বারবার থাকতে থাকতে একসময় মারা পড়বেন ) এ পড়ে । তারপর আরো অনেক বিপদ থাকে যেমন ব্ল্যাক মাম্বা সাপ এর কবল এ পড়ে সংকর। তাছাড়াও সিংহ বাঘ ইত্যাদি তো আছেই।


আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা শোনার পড় যদি না ভালো লাগে then আমার সাথে বোঝা পড়া করবেন।
আর মুল কথা কোনো উপন্যাস যদি শুয়ে বসে শেষ করা যাই তাঁর মত মজাদায়ক আর কি হতে পারে।
আপনারা হয়ত অনেকে sunday suspense শুনে থাকেন। এর মত মজাদায়ক জিনিস বোধ হয় এর নেই। আমার তো a to z collection আছে।

কিন্ত এই sunday suspense এর তৈরি কারকরাই readio mirchi team এক সময় তৈরি করলো চাদের পাহাড়। যা একবার শুনলে বার বার শুনতে মনে যাবে।
Download Now
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.