আমাদের কথা খুঁজে নিন

   

'চিকিৎসক কর্মস্থলে না থাকলে বরখাস্ত'

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে চিকিৎসক ও কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত থাকবেন না, তাদের সাময়িক নয় স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ময়মনসিংহের দুই চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীকে সাময়িক বরখাস্ত করা প্রসঙ্গে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী হুঁশিয়ার করে বলেন, এসব ক্ষেত্রে কোনো তদবির বা ইউনিয়নের চাপ বরদাস্ত করা হবে না।

আজ ঢাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন মন্ত্রী।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক গণেশ চন্দ্র সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন।

এসময় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদ হিসেবে এই খাতের মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের সেবা করার সুযোগ পেয়েছি এবং আমি তা কাজে লাগাতে চাই।

জনসংখ্যা বৃদ্ধির সাথে সংগতি রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লোকবল বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এই খাতে প্রয়োজনীয় জনবল না থাকলে লক্ষ্য বাস্তবায়ন ব্যাহত হবে। আমাদের দেশে বেকার যুবকের সংখ্যা অধ্যাধিক। তাই শূন্য পদ থাকার কোনো কারণ নাই।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.