আমাদের কথা খুঁজে নিন

   

বীজের খোঁজে

মাটির মানুষ ছেড়াঁ ছেড়াঁ মেঘের সুখ, ভাঙা কলসি রেখে এসেছি, ফেলে আসা ভাঙাচোরা রাস্তায়! হাড়গিলে জীর্ন সন্ধ্যায়, জ্বালাবে কে ?নতুন প্রদীপ আলো! চলো সবাই, খুজে চলি অনন্ত কালের যাত্রায়! যদি খুঁজে পাই, ভালোবাসায় ভেজা কোনো ভোরে , নতুন কোনো বীজ !মায়ের গর্ভে, শিশু তারই অপেক্ষায়!চলো যায় , দিগন্তের পথে,আগামীর সূর্য তারই প্রতীক্ষায়! (নতুন ২০১৩ ইংরেজী বর্ষের আমার হার্দিক শুভেচ্ছা সবাই কে জানাই।) @ বাড়ি, তারিখ-৩১/১২/১২ সময়- ১০ঃ৩০ রাত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।