আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতি কোন পেন্সিলে আঁকা ছবি নয়

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

কোথাও কোন এক কবিতায় পড়েছিলাম,"এ জগতে সবচেয়ে কঠিন নাকি স্মৃতি ভুলে থাকা"। তখন হেসেই উড়িয়ে দিয়েছিলাম বটে কথাটা । এটা কি করে সম্ভব ! পৃথিবীতে আরো কত কঠিন কাজ আছে...।

তোমাকে ভুলে থাকার চেষ্টাটা যতবার করেছি,বরং ঠিক তার চেয়ে বেশী তোমাতে বাধা পড়েছি।

জেদ চেপে গিয়েছিলো নিজের মাঝে। যত কষ্ট,যত অপমান,যত কটু কথা তুমি আমায় বলেছিলে,ভেবেছিলাম, ঠিক সেই কথা গুলো মনে করে তোমাকে মন থেকে দূরে রাখবো। কিন্তু যতবারই সই কথাগুলো মনে করতাম,তোমার মুখটা ভেসে আসতো। আমি চোখ বন্ধ করে ফেলতাম,এই ভেবে তোমার মুখটা হয়তো চোখের আলোর অভাবে মিলিয়ে যাবে। আমার সব চেষ্টাকে ব্যার্থ করে,তোমার ঐ মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠতো।



এমন কত সন্ধ্যা পার করেছি আমি,যেখানে রিক্সায় করে যাচ্ছি আর কথা নেই চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পরেছে। আমাকে প্রথম যেই নাম তুমি তোমার বলেছিলে সেটা সন্ধ্যা ই ছিলো। আমাদের প্রথম যে বার দেখা হয় তা ঐ সন্ধ্যায়ই ছিলো। শেষ দেখাটাও ঐ সন্ধ্যায়। কত শত বার চেয়েছি সন্ধ্যাটায় নিজেকে আড়াল করতে,পারিনি,তোমার ঘুণে খাওয়া স্মৃতি গুলো আমার ভেতরের পাঁজরটা কে শূণ্য করে দেয়।


আমি কোথায় গিয়ে লুকাবো বলো?এই শহর তোমার আমার হেটে যাওয়ার সাক্ষী দেয়।

একবার ভাবলাম,পালাবো। শহর ছাড়লাম,পরিজন ও পালিয়ে বেরানো কোন এক ফেরারী আসামীর মত। বিশ্বাস করো,স্মৃতি গুলো তখন আরো জীবনত হতে শুরু করে। এতটাই জীব্ন্ত যে বাতাসে আমি তোমার পারফিউমের গন্ধ পেতাম।

দু হাত চেপে নিঃশ্বাস বন্ধ কবো সেই উপায় নেই।

আমি পারি নি তোমাকে ভুলতে। পারিনি স্মৃতি গুলোকে মুছতে। সত্যিই স্মৃতি ভুলে থাকা কঠিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.