আগের দুই ম্যাচে তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র এবং নাপোলির মাঠে ৩-১ গোলে হেরেছিল মিলান।
শুক্রবার রাতে ঘরের মাঠ সান সিরোতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দীর্ঘক্ষণ গোলের দেখা না পাওয়ায় আবার পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল এ মৌসুমের শুরু থেকে ব্যর্থতার বৃত্তে বন্দী মিলান।
অবশেষে ৮৬ মিনিটে অসাধারণ গোল করে স্বাগতিকদের দুশ্চিন্তা দূর করেন বালোতেল্লি। মিডফিল্ডার রিকার্দো মন্তোলিভোর পাস থেকে বল পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মিলানের ‘দুষ্টু ছেলে’।
স্বস্তির জয় পেলেও মিলানের শিরোপা ফিরে পাওয়ার আশা নেই-ই বলা যায়। ২৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম।
২৩ ম্যাচ খেলে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬০। ৫১ ও ৪৭ পয়েন্ট নিয়ে রোমা ও নাপোলি আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। রোমা অবশ্য ২২ ম্যাচ খেলেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।