আমাদের কথা খুঁজে নিন

   

আপনার মোবাইলটিকে খুব সহজে বানিয়ে ফেলুন Handy Scanner

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি। সবাই নিশ্চই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মজার এবং দারুন দরকারি এপস নিয়ে কথা বলবো। আমাদের প্রায় সময় কাজের দরকারে বিভিন্ন ফাইল বা কাগজ পএ স্ক্যান করতে যার কারনে সব সময় স্ক্যানার দোকানে আসা যাওয়া করতে হয় আর যাদের আছে তারা এটা চালু করা বন্ধ করার জামেলায় থাকেন। ধরুন যদি আপনার হাতের মোবাইটিই স্ক্যানের হয়ে যায় তাহলে ক্যামন হয়? আমার মনে হয় এই প্রযুক্তির যোগে মনে হয় অসম্ভব হবে না মানে সম্ভবই হবে।

যদি আপনার মোবাইটি এন্ড্রয়েড হয় তাহলে এই সুজুগটি আপনার জন্য। আমি প্লে স্টোর থেকে খুজে বের করলাম Handy Scanner এপসটি । এই এপসটি দিয়ে আপনি সম্পুর্ন ভাবে স্ক্যানারের কাজ করতে পারবেন। হটাৎ আপনার ক্লাসের একটা শীট স্ক্যান করতে হবে তখন কি করবেন। সাথেই আপনি স্ক্যান করতে পারবেন যদি না এপসটি আপনার কাছে থাকে।

এপসটির কিছু সুবিধা হচ্ছে এটি দিয়ে আপনি যত ইচ্ছা ততো ফাইল স্ক্যান করতে পারবেন। এবং স্ক্যান করা ফাইল গুলো পিডিএফ ফাইলও করতে পারবেন। এমনকি ফাইল গুলোকে JPG ফরমেটও করতে পারবেন। আবার আপনি ফাইল গুলো সেখান থেকে ড্রপবক্সে ও আপলোড করতে পারবেন বা যে কোনো সোসাল মিডিয়া শেয়ার করতে পারবেন। এপসটি আমি নিজে ইউজ করার পর আমার পকেটের অনেক টাকা বেচে যাচ্ছে কারন আমি আমার ভার্সিটির শীট গুলো স্ক্যান করে পিডিএপ ফাইল করে মোবাইলে রেখে দিই দরকার হলে সেখান থেকে পড়ে অথবা প্রিন্ট করে নিই।

এপসটি প্রিমিয়াম কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেই ব্যাবস্থা আমি করেছি।
আর যদি আপসটি সম্পর্কে বিশদ কিছু জানতে চান তাহলে এখানে যেতে পারেন.
একটা স্ক্রিন শর্ট দিলাম:

রিকোয়ারমেন্টস :
১) এন্ড্রয়েড ২.২ এবং তার উপরে
২) ফাইল সাইজ :1.8 MB
৩) প্লে স্টোর প্রাইস: $5.46
সরাসরি ডাউনলোড লিংক দেয়া হলো

আপনাদের দরকারি Paid Apps এবং গেমসগুলো Free Download করতে পারেন এখানে

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.