আমাদের কথা খুঁজে নিন

   

$$$[mega post]বাংলালিংকে অ্যান্ড্রয়ডে অবিশ্বাস্য স্প্রীডে(1MBPS) আনলিমিটেড ফ্রি ডাউনলোড করুন।[update: 27.01.14]$$$

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই ?আশা করি ভালো আছেন।
গতকাল বাংলালিঙ্ক দিয়ে জাভা ও সিম্বিয়ান ফোনে আনলিমিটেড ডাউনলোড ট্রিক্স শেয়ার করেছিলাম। কিন্তু অনেকেই এন্ড্রয়েড ফোনে পারে নাই। তাই এবার এন্ড্রয়েডে অপেরা মিনি দিয়ে আনলিমিটেড ডাউনলোড এর ট্রিক্স নিয়ে হাজির হলাম।
এই ট্রিক্স টা আগের জাভা ও সিম্বিয়ান ট্রিক্স এর মতই।

এই সিস্টেম টা দিয়ে আপনাকে প্রথমে সামান্য MB খরচ করে ঢুকতে হবে আর ডাউনলোড করার সময় MB লাগবে না।
অথাত্‍ কিছু kb খরচ করে ব্রাউজিং করবেন আর ডাউনলোড করবেন একদম ফ্রি।
এবার আপনি যেকোন একটি MB প্যাক কিনে নিন। আথবা 2MB কিনতে ডায়াল করুন *222*1*2#
আর যারা play প্যাকেজে আছেন তারা *222*1*7# ডায়েল করে 2tk দিয়ে 5MB কিনে নিন। Play প্যাকেজ এক্টিভ করতে p লিখে 9999 নাম্বরে মেসেজ সেন্ড করুন।


এখন আপনার ফোনে নিচের মত সেটিং করতে হবে। এর জন্য আপনি মোবাইলের এখানে যান-
Settings--
Wireless and Networks--
Mobile Networks--
Access Point Names=
এবার নিচের মতো ম্যানুয়াল সেটিংস করে নিন এবং সেটিং টি ডিফল্ট সেভ করুন-
Name - ctgwap
APN - blinternet
Proxy - 141.0.11.241
Port - 80
আগেই বলেছি যে আমরা অপেরা মিনি দিয়ে ফ্রী নেট চালাবো তাই নিচের লিঙ্ক থেকে অপেরা হ্যান্ডেলার সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
opera 4.2 Handler.apk
আর এই অপেরা টি একটি জাভা বেজড Application সেহেতু এটাকে এন্ড্রুয়েড ফোনে চালাতে হলে Java_J2ME_Runner নামের একটি সফটওয়্যার লাগবে।
যেটা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
Java_J2ME_Runner.apk
এবার সফটওয়্যার দুইটা আপনার ফোনে ইন্সটল দিন।


এবার অপেরা মিনি টি ওপেন করুন,তাহলে একটি Handler Menu দেখতে পারবেন। এখন সেখানে নিচের মতো সেটিং করুন।
Custom HTTP Server-
http://141.0.11.253:80/
Custom Socket Server-
socket://141.0.11.253:1080/
এবার ok বাটনে ক্লিক করুন। তাহলে ইন্সটল শুরু হবে।
ইন্সটল দেয়ার সময় error আসবে ভয় নাই আপনি Accept করুন।


এখন ইন্সটল শেষ হলে Opera network stting এ গিয়ে কানেকশন টি socket করে দিন।
এবার Enter address এ লিখুন-http://hideme.be এবার আপনি এই proxy দিয়ে যেকোন সাইটে ঢুকুন। এবং ডাউনলোড করার সময় আবার ও Opera network stting এ গিয়ে কানেকশন টি socket থেকে HTTP করে দিন।
নোট: ডাউনলোড শুরু হতে একটু সময় নিবে তাই ডাউনলোডে ক্লিক করে একটু অপেক্ষা করুন তাহলে দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।
শটকার্টে HTTP করার জন্য #8 বাটনে চাপুন।

তারপর নিচে গিয়ে চেঞ্জ করুন।
নোট: আপনাকে মনে রাখতে হবে যে এই সিস্টেমে ব্রাউজিং করা সময় opera network stting SOCKET আর ডাউনলোড করার সময় HTTP করে দিতে হবে।
আর কি? এখন আরামছে এন্ড্রয়েড ফোন দিয়ে আনলিমিটেড ফ্রি ডাউনলোড করুন।
সবাইকে ধন্যবাদ।
সুস্থ্য থাকুন,ভালো থাকুন,
এবং ctgwap.net সাথেই থাকুন।


http://ctgwap.net

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।