আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজিব হত্যকাণ্ডের চার্জশিট দাখিল মঙ্গলবার

রাজধানীর মিরপুরে ব্লগার আহমেদ রাজীব হায়দার ওরফে থাবা বাবা (৩৫) হত্যাকণ্ডের ঘটনায় চার্জশিট আজ মঙ্গলবার প্রদান করা হবে। চার্জশিটে প্রাথমিকভাবে আটজনকে অভিযুক্ত করে তাদের পরস্পর যোগসাজশে হত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছেন। এরা হলেন- মো. ফয়সাল বিন নাঈম ওরফে দ্বীপ (২২), মো. এহসান রেজা ওরফে রুম্মান (২৩), মো. মাকসুদুল হাসান অনিক (২৩), মো. নাঈম সিকদার ইরাদ (১৯), নাফিজ ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), শায়খুল হাদীস মুফতী মোহাম্মদ জসিবউদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা (৩০)।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ফয়সাল, রুম্মান, অনিক, ইরাদ, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির, জসিবউদ্দিন রাহমানী ও পলাতক আসামি রেদোয়ানুলের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/১৪/১০৯ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবীর পলাশনগরের নিজ বাসার সামনে হত্যাকাণ্ডের শিকার হন ব্লগার রাজিব হায়দার ওরফে শোভন। তিনি ছিলেন একজন স্থপতি। এ ছাড়াও ব্লগার অ্যাক্টিভিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন তিনি। তিনি থাবা বাবা ছদ্মনামে ব্লগ লিখতেন।

হত্যাকাণ্ডের রাতেই পল্লবী থানা এলাকার পলাশনগর ৫৬/৩, নম্বর বাড়ির সামনে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পরদিন রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের নামে পল্লবী থানায় একটি মামলা করেন।

১ মার্চ রাত থেকে ভোররাত পর্যন্ত ঢাকা মহাগনর গোয়েন্দা পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, খিলগাঁও, কাকরাইল ও পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে ও চাপাতি-ছুরিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.