আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দলের প্রধান হুইপ তাজুল ইসলাম

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।  

বৈঠকের পর পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ সাংবাদিকদের বলেন, “মিটিংয়ে আমরা সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েছি, তাজুল ইসলাম চৌধুরী দশম সংসদ নির্বাচনে বিরোধী দলীয় প্রধান হুইপ হিসাবে দায়িত্ব পালন করবেন।”

সংসদের বিরোধী দল হিসাবে জাতীয় পার্টির ভূমিকা কেমন হবে- সে বিষয়ে বিরোধী দলীয় নেতা বৈঠকে দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।  

তাজুল ইসলামকে পাশে নিয়েই সাংবাদিকদের ব্রিফ করেন কাজী ফিরোজ রশিদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে বিরোধী দলের উপনেতা কে হবেন- সে সিদ্ধান্ত এখনো হয়নি।

বুধবার সংসদের প্রথম অধিবেশনের পর সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তাজুল ইসলাম সাংবাদিকদের জানান। 

জাতীয় পার্টির দপ্তরের দায়িত্বে থাকা প্রেসিডিয়াম সদস্য তাজুল গত ৫ জানুয়ারির নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

পেশায় আইনজীবী তাজুল এ নিয়ে সপ্তমবারের মতো সাংসদ নির্বাচিত হলেন। ঊনিশশ নব্বইয়ের দশকে হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্বও তিনি পালন করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.