প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
আমি তোমাকে ভালোবাসি মানে__নিজেরই যন্ত্রণায় কাতর
আমি তোমার কাছে যাইনা মানে__বিষগুলো অপসারণ করতে চাই
আমি তোমার আপন হতে চাই মানে__স্বার্থের কাছে মাথা নত করি
আমি তোমার মানে__তুমি আমার।
আমি তোমাকে আমার রাজ্য লিখে দেবো মানে__আমি ভোগ করতে চাই
আমার যা কিছু তোমার মানে__তোমার যা কিছু আমার
আমি তোমাকে মন দিয়েছি মানে__তুমিই পণ করো ভুলবেনা
আমি তোমাকে সব দিয়েছি__আমি তোমার সব নিয়েছি।
তোমার হাতে আমি গোলাপ পাবো মানে__আমার গোলাপটি পচে যাচ্ছে
আমি তোমাকে নিসর্গের রূপ দেখাবো মানে__নিজেই নিসর্গে সৌন্দর্যে বিভোর
আমি তোমাকে ভালোবেসে প্রাণ বলি দিলাম__মানে কিছুই দিলাম না
আমি তোমাকে পেলাম মানে__তোমার সবকিছু 'নিলাম' না।
আমি তোমাকে ভালোবাসি মানে,__মূলত নিজকেই ভালোবাসি
তোমাকে ভালোবেসে মরলাম মানে__আমি নিজের যন্ত্রণায় কাতর।
২৮.০১.২০১৪
[আমি তোমাকে ভালোবাসি মানে,__মূলত নিজকেই ভালোবাসি //
শাফিক আফতাব //]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।