খাবারের আয়োজন
ঢাকার ধানমন্ডির ৪ নম্বর সড়কে ক্যাফে আড্ডা তাদের খাবার-তালিকায় যোগ করল নতুন অনেক কিছু। এখানে পাবেন ফ্রায়েড চিকেন, প্রন ফ্রাই, চিলি চিকেন, নানা স্বাদের স্যুপ, ফিশ কেক, রেড স্ন্যাপার, রুপচাঁদা ইত্যাদি। আরও পাবেন ফালুদা, জিরাপানি, লাচ্ছি ও দই।
পোশাকের মেলা
২৮ থেকে ৩০ এপ্রিল ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে টি অ্যান্ড এস ইভেন্টস ‘সামার ফেস্ট’ নামে একটি মেলার আয়োজন করছে। বেশ কয়েকটি পোশাকের দোকান এতে অংশ নেবে।
ফেসবুক ঠিকানা: www.facebook.com/tns.events
প্রশিক্ষণ
গৃহসুখন
নারীদের জন্য নানা রকম রান্না প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গৃহসুখন। মোগলাই, চীনা খাবার, মিষ্টি, সালাদ, কেক, বিস্কুট ইত্যাদি তৈরি শিখতে পারবেন এখানে।
ফোন: ৮৬১৫২৪৬
রেডিয়েন্ট ইনস্টিটিউট
গয়না তৈরির প্রশিক্ষণ দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। ধাতু, পুঁতি, কাঠের তৈরি নানা রকম গয়না তৈরি শেখানো হচ্ছে। এ ছাড়া অন্দরসাজ, ইকেবানা, বনসাই তৈরি—এসবও শেখানো হয়।
ফোন: ০১৭১১১৪০০০০।
মা দিবসের আয়োজন
মা দিবসে মাকে উপহার দিতে পারেন কাপকেক বক্স। ডেজরে’স ডেইলি ডেজার্টস এনেছে তিনটি কাপকেকের উপহার বাক্স। গোলাপ, ক্রিসেন্থিমাম ও কার্নেশন ফুলের আদলে তৈরি হয়েছে এসব কাপকেক। এ জন্য ৫ মের মধ্যে ফরমাশ দিতে হবে।
ফোন: ০১৭৫৪০৭৯২২৯।
ছবি আঁকা শেখা
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে সাত থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকা কর্মশালা। তিন মাস মেয়াদী এ আয়োজনে ক্লাস নেওয়া হবে প্রতি শুক্রবার সকাল সাড়ে ১০টায়। এ জন্য ভর্তি চলবে ৩ ও ১০ মে ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে।
ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।
সৌন্দর্যচর্চার আয়োজন
ফারজানা শাকিল’স
এবার ঢাকার উত্তরায় চালু হচ্ছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের শাখা। এখানে সাজ, ত্বক ও চুলের যত্ন, কনের সাজ—সবই করানো যাবে। ২ মে রবীন্দ্রসরণি, উত্তরা মডেল টাউনের বাড়ি-৮, সেক্টর-৭-এ উদ্বোধন হবে নতুন শাখার।
প্রিয়াংকা’স
ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর সড়কে চালু হলো প্রিয়াংকা’স অ্যারোমা থেরাপি স্পা অ্যান্ড বিউটি স্যালনের নতুন শাখা। এখানে থাকছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ।
অ্যারোমা থেরাপির মাধ্যমে সৌন্দর্যচর্চা করা হয় এখানে।
আমব্রিন
মডেল ও উপস্থাপক আমব্রিনের পরিচালনায় সৌন্দর্যচর্চাকেন্দ্র আমব্রিন-এ বিউটি লাউঞ্জ এক বছর পূর্তি করল। এ উপলক্ষে তারা দিচ্ছে ছাড়। ঢাকার ৪১৫ নিউ ইস্কাটন, আরবান স্ট্রিমে তাদের শাখা আছে।
নতুন পণ্য
এপিক হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এল সেবেক ব্র্যান্ডের মাল্টিকুকার।
কম সময়ে যেকোনো রান্না করা যাবে এটি দিয়ে। দাম দুই হাজার ৯৯০ টাকা।
নতুন দোকান
যাত্রা শুরু করল পোশাকের দোকান সাঞ্জুরি। ঢাকার গুলশান পিংক সিটির চতুর্থ তলায় এর উদ্বোধন হয় ১৩ এপ্রিল। এখানকার পোশাক আগে শুধু অনলাইনের মাধ্যমে পাওয়া গেলেও এখন তাদের শাখায় সব পোশাক পাওয়া যাবে।
গরমের পোশাক
এই গরমে হালকা নকশা ও উজ্জ্বল রঙের নতুন পোশাকের সংগ্রহ এনেছে ফ্যাশন হাউসগুলো। ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্ট, পাঞ্জাবি, শিশুদের পোশাক থাকছে তাদের সংগ্রহে। দেখে নিন এর একঝলক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।