আমাদের কথা খুঁজে নিন

   

বইয়ের প্রতিটি পৃষ্ঠায় আমার অনেক রাতজাগা স্মৃতি...অনেক দূর পথ হাটার কষ্ঠ লুকিয়ে আছে।

------

কল্পনাগুলো জল্পনা হতে হতে অবশেষে আমার বইটি প্রকাশিত হলো। গতকাল প্রকাশকের কাছ থেকে একটি কপি হাতে পেলাম। হাসপাতালে নার্সের কোলে আমার কন্যার মুখ যখন প্রথম দেখেছিলাম; সেরকম আরেকটা অনুভূতি জাগানিয়া দিল বইটি হাতে পেয়ে।
এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় আমার অনেক রাতজাগা স্মৃতি...অনেক দূর পথ হাটার কষ্ঠ লুকিয়ে আছে। তাই স্বাভাবিক ভাবেই একটা অদ্ভুত ভালোলাগা কাজ করছে।

আঞ্চলিক লোকসাহিত্য নিয়ে লেখা এটা আমার প্রথম বই।

বইটির নাম: নেত্রকোনার প্রবাদ-প্রবচন ও লোকছড়া
লেখকের নাম: হাসান ইকবাল
প্রকাশনীর নাম: রাঁচী গ্রন্হনিকেতন
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় রাঁচী গ্রন্হনিকেতন-এর "৯৩" নম্বর স্টলে।

বইটিতে আমার লেখা তিনটি প্রবন্ধ এবং সংগৃহীত ও সন্কলিত ৩৭৩টি প্রবাদ-প্রবচন ও ২২৫টি লোকছড়া রয়েছে।

অনলাইনে বইটি পাওয়া যাবে rokomari.com এবং porua.com.bd তে অর্ডার করে। http://www.rokomari.com/book/76348

বইটির একটি ফেসবুক পাতা রয়েছে।

নিয়মিত আপডেট পাওয়া যাবে সেখান থেকে।

Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.