আজ সোমবার রাজধানীর শাহবাগ পাবলিক লাইব্রেরি চত্বরে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ৬ দিনব্যাপী 'বইয়ের হাট'-এর আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইয়ের হাট সবার জন্য উন্মুক্ত থাকবে।
কয়েকটি প্রকাশনা সংস্থার সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ বইয়ের হাট-এর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার।
আয়োজক কর্তৃপক্ষের পক্ষে সূচীপত্রের প্রকাশক সাঈদ বারী অনুষ্ঠেয় এ বইয়ের হাটে পাঠক-লেখক ও দর্শনার্থীদের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন।
বইয়ের হাট আয়োজন করছে একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি, জাতীয় সাহিত্য প্রকাশ, তরফদার প্রকাশনী, নবযুগ প্রকাশনী, পালক পাবলিশার্স, পড়ুয়া, বর্ণায়ন, বিজয় ডিজিটাল, র্যামন পাবলিশার্স, সংঘ প্রকাশন ও সূচীপত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।