একুশ আসলেই অমাদের বাঙালীর মনে ভেসে আসে বিশাদের সুর,মায়ের বুকে ভেসে আসে ছেলে হারানোর শোক,ভাইয়ের বুকে ভেসে আসে ,ভাই হারানোর বেদনা,বাবার বুকে ভেসে আসে,সন্তান হারানোর কন্দন,তার পর আমাদের বাঙালীর মনে আসে আমাদের প্রাণের মেলা বই মেলার কথা ।মধ্যবিত্ত,নিম্মবিত্ত পরিবারের সন্তানরা তাদের বাবা-মার কাছ থেকে অল্প অল্প টাকা সংগ্রহ করে রাখে বই কিনার জন্য,ধনী-গরীবের ছেলে-মেয়েরা বাবা-মায়ের হাত ধরে আসে বই মেলায়। প্রেমিক -প্রেমিকারা যুগল বন্দী হয়ে আসে তাদের প্রিয় লেখক-লেখিকার বইয়ের জন্য। লেখক-লেখিকারা আসে তাদের নতুন বইয়ের মোরক উন্মুচন করার জন্য। এর মধ্যে পাঠক-পাঠীকারা যদি পেয়ে যায় তাদের পছন্দের লেখক বা লেখিকা তাহলে আর আনন্দের সীমা্ থাকে না । বই মেলায় আসলে বাঙালী তার প্রাণের ভাষা,মায়ের ভাষাকে খুজে পাই । বই মানুষের আত্নার খোরাক,বই মানুষকে আনন্দ দিতে পারে,বই মানুষকে কাঁদাতে পারে,বই মানুষের সারা জীবনের সঙ্গী ।একুশে বই মেলা আমাদের প্রাণের মেলায় পরিণত হয়েছে । একুশে বই মেলা দীর্ঘজীবি হয়ে হাজার বছর বেঁছে থাকুক বাঙালীর জীবনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।