v\:* { behavior: url(#default#VML) }
o\:* { behavior: url(#default#VML) }
.shape { behavior: url(#default#VML) }
জিপি সিম দিয়ে পিসিতে আনলিমিটেড ফ্রি নেট চালান high
speed এ। সকল সমস্যার সমাধান সহ ।এইবার
ফ্রী নেট চল্বেই চলবে ।
আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালো কিন্তু যারা পিসিতে সুপার
স্পিডে ফ্রি নেট চালাতে পারছে না তারা ভালো নেই ।
তাই আজকে আপনাদের জন্য আপডেট পোস্ট নিয়ে এলাম ।
আমার HSC পরিক্ষার জন্য দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট
করতে পারি ।
পোস্ট তি সর্বপ্রথম
আমার সাইট এ
প্রকাশিত হয় ।
প্রথমে মডেম অথবা PC সুইচে নিচের APN দিয়ে নেট
কানেক্ট করুন ।
এখন নিচের থেকে Simple Server.zip টা ডাউন লোড করুন ।
Simple
Server.zip
এবার ডেক্সটপে Tipstune নামে
একটা ফোল্ডার তৈরি করুন ।
এখন উপরের সফট টা এক্সাট করে
উক্ত ফোল্ডারের ভেতোরে রাখুন ।
আবারও নিচের থেকে Simple Server config.zip টা ডাউনলোড করুন
।
Simple server config.zip
এবার এটা এক্সাট করলে একটা ini ফাইল পাবেন
এটা উক্ত Tipstune ফোল্ডারে রাখুন ।
ব্যাস ৭০% কাজ শেষ । এখন আপনি Tipstune ফোল্ডারের ভেতোরের
Simple Server.exe পাবেন । এটা ডবল ক্লিক করে ওপেন কর 3 sec অপেক্ষা করুন । দেখবেন
Ready লেখা এসেছে ।
এখন এটা মিনিমাইজ করুন ।
অনেকেই আছে যারা আগে থেকে এটা চালাই । তাদের জন্য Manual ini টাও দিলাম ।