মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই।
টনসিল প্রতিটি মানুষের শরীরের একটি অঙ্গ। প্রত্যেক মানুষের মুখের ভিতর গলার দুই পাশে ছোট্ট মার্বেলের আকৃতির দুটি টনসিল থাকে। ঠান্ডা বা অন্য কারনে ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের আক্রমন টনসিল প্রদাহের প্রধান কারণ। যে কোন মানুষেরই যে কোন সময় টনসিল প্রদাহ বা সমস্যা হতে পারে, তবে সাধারণত শীতে বিশেষ করে শিশুদের এ সমস্যা বেশী দেখা যায়।
টনসিল প্রদাহ হলে গলা ফুলে ওঠা এবং ব্যথা, কানে ব্যথা এবং জ্বর হতে পারে। এছাড়াও মুখের লালা ঝরা, নাক দিয়ে পানি ঝরা, কাশি, খাবারে অনিচ্ছা, খাবার খেলে ব্যথা পাওয়া, কন্ঠস্বর পরিবর্তন, টনসিলের আকার পরিবর্তন প্রভৃতি লক্ষন দেখা যায়। টনসিল প্রদাহে চিকিৎসায় অল্পতেই তা সেরে যায়, তবে অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম ও হতে পারে। সে ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে অপারেশন ও করা লাগতে পারে। প্রদাহ যদি ভাইরাসের কারণে হয়, তবে তা এমনিতেই ৫ থেকে ৮ দিনের মধ্যে সেরে যায়, তবে তা যদি ব্যাকটেরিয়ার কারণে হয়, তবে অ্যান্টিবায়েটিক খেতে হবে।
টনসিল বেশী ফুলে গেলে তা আগের আকৃতিতে ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। এসময় চিকিৎসার পাশাপাশি হালকা গরম পানি, তরল খাবার, গরম স্যুপ খেলে সুফল পাওয়া যায়। তবে টনসিল যদি বেশী বড় হয়ে যায়, খাবার খেতে খুব অসুবিধা হয়, টনসিলের মধ্যে যদি পুঁজ হয়, কিছু দিন পরপর প্রায়ই যদি এ সমস্যা দেখা যায় তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে অপারেশন করে ফেলাই ভাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।