"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) ব্লগার শেরজা তপনকে তিরস্কার! সে আমার মাথার মধ্যে আবার ক্রিকেট পোকা ঢুকিয়েছে! সেই পোকা আমাকে একটা জিনিস হঠাৎ মনে করিয়ে দিল। ভুলে গেছি কখন জানি একবার বাংলাদেশের সম্ভাব্য কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলীর নাম উঠেছিল। আমি জানি না তখন কেন তাকে কোচ করা হয়নি। তবে সে ভুল শোধরে নেয়ার যদি কোন উপায় থাকে তবে তা এখনই শোধরানো হোক।
বাংলাদেশের ক্রিকেটের বড় একটা পরিবর্তনের সূচনা করেছিলেন ডেভ হোয়াটমোর।
তার সময় ট্যালেন্টরা আস্তে আস্তে দলে বেশী গুরুত্ব পাওয়া শুরু করেছিল। তাকে বেশ স্বাধীনতাই দেয়া হয়েছিল তার কাজটা করার জন্য। যার সুফল আমরা এখন ভোগ করছি।
বাংলাদেশ কে ভারত শ্রীলংকা পাকিস্তান মানে যাত্রা শুরুর কাজ এখনই শুরু করতে হবে। এবং এজন্য একজন মাস্টারমাইন্ড দরকার।
এক্ষেত্রে আমার একমাত্র একমাত্র দাবি "সৌরভ গাঙ্গুলী"। আমি জানি না বোর্ডের কোন লোকটা সে সময় সৌরভ গাঙ্গুলীর নাম প্রস্তাব করেছিল। সে লোকটাকেও খাতির করা দরকার। সে লোকটা ক্রিকেটটা দূরদৃষ্টি দিয়ে বোঝে। মি. গাঙ্গুলী যদি তার পূর্ণ প্রচেষ্টা দিয়ে আর আমাদের বোর্ড সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে তাকে কাজ করতে দেয় তবে ম্যাজিক্যাল কিছু একটা ঘটবে।
এদেশে প্রতিভার অভাব আছে এটা বিশ্বাস করা আমার পক্ষে খুবই কষ্টকর!
আমি একটা ঐতিহাসিক মন্তব্যের প্রথম অংশ এখানে করতে চাই... "ক্রিকেটের স্বার্থেই বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রিকেটের এক পরাশক্তি হয়ে উঠতে হবে..." বাকী অংশ বাংলাদেশ যেদিন পরাশক্তি হবে সেদিন করব ইনশাআল্লাহ্।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।