আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়কাক // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

কী এক নিস্পন্দন জড়তা, খালি খালি লাগে__
ভালো লাগার কোনো অনুষঙ্গ নেই ;
কেমন শূন্যতা এই টালোকভরা মাঘে __
আজ কেমন উন্মনা আমি তোমাকে পেতেই।

কাছে এসে ফোটালে হৃদয়ের ফুল,
ম ম করতে থাকে সমস্তপ্রাঙ্গন,
তুমি আজ আমার মূর্তির পুতুল
তোমাতে নিবিড় হয়ে ভালোবাসি কখন।



তবু আজ খালি খালি লাগে এই শীতের শেষে,
কী যেন দেবে আমায় ভালোবাসার প্যাকেটে ঁ
কী যেন ভরে দেবে আমার নীল জ্যাকেটে !
কী গুন গুন তাই আজ শীতের বাতাসে !

তুমি এসে ভরে দাও, হৃদয়ের তাক __
তবু যেন অপূর্ণ, আমি দাঁড়কাক।
০৪.০২.২০১৪

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।