আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন ঘুম ভাঙ্গায় কতিপয় দাঁড়কাক

যা কিছু মাথায় আসে

(সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ নিম্ন বর্ণিত সত্য ঘটনা দ্বয়কে মেলানোর বৃথা চেষ্টা করিবেন না। ইহা একটি সলিড গাধার নিতান্ত আলস্য কর্ম। কেহ ইহদের মাঝে কোন প্রকার মিল খুঁজিয়া পাইলে তাহা তাহার অতিরিক্ত মেধা হিসেবেই বিবেচিত হইবে। ) ঘটনা-1 স্বভাবে আমি অলস টাইপের। বিছানা ছাড়ি বেশ বেলা করে।

তারপরও ঘুম ভাঙ্গে অরিক অর্থেই কাকডাকা ভোরে। প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায় বন্ধুবেশী কতিপয় দাঁড়কাক। আমার কাঁচের জানালাই নিজেদের প্রতিচ্ছবিকে শত্রু ভেবে ঠোকরাতে থাকে। তার মিষ্টি মধুর-বেদনা বিধুর শব্দে আমার ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙ্গে জেগে উঠি।

তারপর জানালা বন্ধ করে আবার সংগী করি বিছানাকে। ঘটনা-2 স্বভাবে আমি গাধা টাইপের। সব কিছু বুঝি দেরি করে। কিন্তু কিছু সাংগঠনিক দাঁড়কাক যখন শিক হত্যার আসামীকে আলোচনা সভার সভাপতি করে, মিডিয়ার সৃষ্ট চরিত্রকে 'কন্টিনিউয়াস প্রসেসের' মাধ্যমে গ্রেফতার করা হয় আর দেশ ভাসিয়ে দেওয়া উন্নয়নের জোয়ারে মানুষ মরে, ঘুম ভাঙ্গাতে বাধ্য হই। একসময় এদেশকে আদর করে ডাকা হতো 'তলা বিহীন ঝুড়ির দেশ' বলে।

এখন আমাদের সে দুর্নাম কেটেছে। সেই আদরের ঝুড়িই আকবর-সাইফুরদের পেটে। আর ঝুড়িই যেহেতু নেই; তার আদুরে নাম থাকে কিভাবে? তবুও তাদেরকে সাধুবাদ। কেননা, আমার মত সলিড গাধার ঘুম যেমন তারা ভাঙ্গাতে পেরেছে, তেমনি দেশের মানুষও জাগবে। সেই আলোই দেখতে পাই কানসাট-ফুলবাড়ীতে।

দেখি সালাউদ্দিনের দৌড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.