র্যাব-১০ এর ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন জানান, সোমবার শেষরাত ৩টা থেকে ৪টার মধ্যে রাজধানীর গেণ্ডারিয়ায় শহীদের বাসায় অভিযান চালানো হয়।
ওই বাসা থেকে তিনটি পিস্তল, একটি রিভলবার ও ৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ম্যাজিস্ট্রেট বলেন, মঙ্গলবার র্যাব-১০ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে গত ২ জানুয়ারি ভোরে গেণ্ডারিয়ার ওই বাসা থেকে শহীদের সহযোগী হাফিজুর রহমানকে (৫০) আটক করে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, একটি পিস্তল ও একটি শটগান।
শহীদ বাসায় থাকলেও তাকে সে সময় গ্রেপ্তার করা হয়নি।
সে সময় সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান জানান, বিভিন্ন অভিযোগে শহীদের বিরুদ্ধে আগের বেশ কয়েকটি মামলা এখনো আদালতে বিচারাধীন।
অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলায় নিম্ন আদালতে শহীদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হলেও ১০ বছর জেল খাটার পর বছর পাঁচেক আগে উচ্চ আদালত থেকে খালাস পান শহীদ। তার বিরুদ্ধে দায়ের করা আরো কয়েকটি হত্যা মামলা উচ্চ আদালতে আটকে আছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা শহীদ সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।