আমি ছবি আঁকতে ভালবাসি
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্বে। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি.....
ভাবতেই ভাল লাগে, বর্তমানে আমরা সেই রাজার রাজত্বে বাস করছি। যার প্রতিটি ইচ্ছাই আমরা পূরণ করছি, কারন আমরা গণতান্ত্রিক (!!) দেশের জনগন। আবার তার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমাদেরও ইচ্ছা পূরণ হচ্ছে। বড়ই আনন্দ আমাদের মনে।
বড়ই আনন্দ আমাদের মনে। আগে ছোটরা কম্পিউটারে ফিফা ওয়ার্ল্ডকাপ খেলতো, এখন বড় রা নির্বাচন দিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ খেলে। খালি পোষ্টে গোল দেয়। দেয় আর দেয়... দিতেই থাকে। বড়ই আনন্দ আমাদের মনে।
আগে ছোটরা খেলনা পিস্তল নিয়ে খেলতো, এখন বড়রাও খেলে। এমনকি ইউনিভার্সিটিতে গিয়ে ও খেলে। কি সুন্দর লাল রং। বড়ই আনন্দ আমাদের মনে।
আগে শিশুরা বায়না ধরতো আর বড়রা পূরণ করতো, এখন বড়রা বায়না ধরে আর পূরণ করে দেশের ভূখা নাঙ্গা জনগন।
কি আনন্দ ই না আমাদের মনে।
রাজনীতি কি শিশুদের খেলা হয়ে যাবে নাকি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।