প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী সহিংসতায় জড়িতরা ছাড় পাবে না। তিনি বলেন, যারা এসব সহিংস ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি সেখানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে যান।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন কেবল মানুষ খুন। মানুষ খুন করা তাদের পছন্দ। ১৯৭১ সালে যেভাবে গণহত্যা হয়েছে, ঠিক একই কায়দার তারা এসব হামলা চালাচ্ছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।