এজন্য উদ্ধার অভিযানে থাকা সবার কাছে ক্ষমা চাইতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে চারশ ছাড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজের সংখ্যা ১৪৯ বলে বুধবার উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
তবে সাভারে ধসে পড়া ওই নয় তলা ভবনের সামনে এখনো শত শত মানুষ ভিড় করে আছেন নিখোঁজদের সন্ধানে। এর মধ্যেই বুধবার নারায়ণগঞ্জে এক সমাবেশে বিরোধী নেতা বলেন, সরকার হতাহতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে।
হাছান মাহমুদ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “ধসে পড়া ভবনের উদ্ধার অভিযান নিয়ে বিএনপি সেনাবাহিনীকে দোষারোপ করছে। সেনাবাহিনীসহ উদ্ধার অভিযানে থাকা সবার কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। ”
সাভারে খালেদা জিয়ার যাওয়ার কারণে দুই ঘণ্টা উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছিলো বলে দাবি করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
“ওই দুই ঘণ্টায় কোনো উদ্ধার কাজ চালানো যায়নি। এর মধ্যে যে কতজন মারা গেছেন, বিধাতাই জানেন।
”
ভবন ধসের পরদিন বিরোধীদলীয় নেতা সাভার যান। তিনি ধ্বংসস্তূপের সামনে কয়েক মিনিট ছিলেন। এরপর তিনি হাসপাতালে যান আহতদের দেখতে।
উদ্ধার কাজে সরকারের কোনো গাফিলতি ছিলো না দাবি করে পরিবেশমন্ত্রী বলেন, “বিএনপির নেতারা ঢাকায় বসেই বড় বড় কথা বলছেন। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।