সততাই সবসময় রাখা চাই,বাচিবার তরে । দেখতে দেখতে ৩৬৫ দিনের একটি বছর বুড়া হয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে চলে গেলো। আজ ২০১২ সালের মৃত্যূ দিবস। ৩৬৫ দিনের এই দিনগুলোয় অনেক কিছু হারিয়েছি এবং আবার অনেক কিছু অর্জন ও করেছি। বছরের শেষ মুর্হুতে এসে সরকারে মেয়াদ পূর্ণ হবার আগে বরাবরের মত সহিংসতা বেড়ে,বিশ্বজিতের মত নীরিহ পথচারী প্রাণ হারাল,নির্বাচনের আগে-পরে যেন আর কোন ধরনের প্রাণহানি না হয় সেইটা কামনা করি।
এই বছর আমরা টেলিটকের মাধ্যমে থ্রি জি নেটওয়ার্কের আওতায় আসলাম। গুম,হত্যা,অপহরণ,নানাবিধ অপরাধ কর্মকান্ড মিলিয়ে ও কম ভোগান্তি হ্য়নি,সবচেয়ে আলোচিত হয়েছে সাংবাদিক দম্পতি 'সাগর-রুনি' হত্যাকান্ড, যা এখনো পর্যন্ত তদন্ত চল্তেছে। ইলিয়াস আলী গুম রহস্য ও অন্যতম। আর এ বৎসরেই আমরা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষএ হুমায়ুন আহমেদকে হারালাম,যা কখনো শোধ হবার নয়,এখন
আমাদের উচিত পূরনো সব ঝেড়ে ফেলে নতুন ভাবে আবার পথচলা শুরু করা। এবং পূরান থেকে শিক্ষা নিয়ে ভুল-ভ্রান্তি এড়িয়ে চলা।
শুভ হোক নববর্ষ,নতুন বছর সবার জন্য মংগল বয়ে আনুক, নতুন বছরে সবাইকে আগাম শুভেচ্ছা, সবাই ভাল থাকুন,সুস্হ থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।