আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ কমিশনার ৫ দিনের রিমান্ডে

গেণ্ডারিয়া থানার এ মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক আতিকুর রহমান বুধবার শহীদকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন।

অন্যদিকে শহীদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম মো. আব্দুস সালাম জামিন আবেদন নাকচ করে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

আদালতে শহীদের পক্ষে শুনানি করেন শামীম কবির চৌধুরী ও শাহাদাত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন মিরাস উদ্দিন।

শহীদকে মঙ্গলবার ভোররাতে রাজধানীর গেণ্ডারিয়ার বাসা থেকে চারটি অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব।

পরে অস্ত্র আইনে গেণ্ডারিয়া থানায় একটি মামলা করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।  

র্যাব-১০ অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, শহীদের বাসায় সন্ত্রাসীদের অবস্থান ও নাশকতার পরিকল্পনা করার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা ওই অভিযান চালান। তার বাসায় তিনটি পিস্তল, একটি রিভলবার ও ৬২ রাউন্ড গুলি পাওয়া যায়, যার মধ্যে তিনটি অস্ত্রই ‘অবৈধ’।

তিনি জানান, শহীদের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় অনেকগুলো মামলা রয়েছে।

  

অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলায় নিম্ন আদালতে শহীদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হলেও ১০ বছর জেল খাটার পর বছর পাঁচেক আগে উচ্চ আদালত থেকে খালাস পান শহীদ।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা শহীদ সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.