বিএনপি চেয়ারপারসনের মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রতিক্রিয়ায় বুধবার রাতে নিজের ফেইসবুক পাতায় এক স্ট্যাটাসে জয় এই মন্তব্য করেন।
ইংরেজি-বাংলা উভয় ভাষায় লেখা স্ট্যাটাসে জয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহতদের বিষয়ে বিএনপি নেতার নীরবতার সমালোচনা করেন।
“খালেদা জিয়া তার সাংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের কর্মীদের আক্রমণের শিকার শত শত নিরপরাধ নাগরিক যাদের বোমা মেরে এবং অগ্নিসংযোগ করে হত্যা করা হয়েছে, তাদের বিষয়ে পুরোপুরি নীরব ছিলেন। সংবাদ মাধ্যমে আসা সর্বশেষ সংখ্যাটি ছিল প্রায় ১৩০ জন নিহত এবং ২০০ এর উপর আহতের। ”
“এনারা কেউই রাজনৈতিক কর্মী ছিলেন না।
তারা ছিলেন সাধারণ মানুষ যারা নিজেদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য বের হয়েছিলেন। ”
জয় নির্বাচন বয়কট করে বিরোধী জোটের হরতাল-অবরোধে সহিংসতার বিষয়ে গণমাধ্যমের খবরের কয়েকটি লিঙ্কও নিজের স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন।
খালেদা জিয়া হামলার শিকার নিরীহ জনগণের চেয়ে সন্ত্রাসীদের বিষয়ে বেশি উদ্বিগ্ন দাবি করে জয় বলেন, “ধিক্কার জানাই খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াতকে। তিনি এখন আর জাতীয় নেত্রী নন। তিনি হলেন সন্ত্রাসীদের নেত্রী।
”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।