বিশ্বাস করো আর না করো
আমি তোমাকে কখনই বলতে চাইনি
আমার মনের কথা গুলো
বলতে চাইনি, আমি তোমাকে
কতটা ভালোবাসি, কতটা কাছে চাই।
বলতে চাইনি, তোমায় নিয়ে দেখা
প্রতি রাতের হাজারটা স্বপ্নের গল্প
বলতে চাইনি, তোমায় ঘিরে দেখা
রঙ্গীন স্বপ্নের আকাশে, কেমন করে
গাংচিল ডানা মেলে উড়ে বেড়ায়।
বলতে চাইনি, তোমার জন্য আমার
বুকের মধ্যে কতক্ষানি ভালোবাসা
গভীর মমতায় আর যতনে লালন করছি।
বলতে চাইনি, তোমায় নিয়ে লেখা
কবিতাগুলো কতটা অভিমানে
ভাসিয়ে দিয়েছি জলের শ্রোতে।
বলতে চাইনি, সারা দিনের শত
ক্লান্তি নিয়ে ফিরলেও, তোমার কথা
ভেবে সারা রাত নির্ঘুম কাটিয়েছি।
বলতে চাইনি, কাজের টেবিলে বসে বার বার
তোমার স্মৃতি ভাবতে গিয়ে খুব দক্ষ বিষয়ে
হাজারটা ভুলের জন্য লজ্জা পেতে হয়েছে।
বলতে চাইনি, তুমি কথা দেওয়ার পরও
যখন আসোনি তখন, বিষন্ন-অবসাদে
গোলাপের পাপড়ি গুলো ছিড়ে ছিড়ে রাস্তায় ফেলেছি
বলতে চাইনি, আমি তোমাকে ভালোবাসি
বলার সাথে সাথে, তুমি বিদ্যুৎ গতিতে আই লাভ ইউ টু বলেছিলে
তখন এক বারের জন্যে হলেও সারা পৃথিবীর সব সুখ
আমার হাতের মুঠোর মধ্যে এসে ছিলো।
তারপরও কখন যেন বদ্ধ উন্মাদের মত বলে ফেলছি সব
বলতে চাইনি কারণ, তুমি আমাকে বুঝতে চেষ্টা করোনি।
আগেই যখন বুঝতে চাওনি, আর এখন আবার
শুধু শুধু নতুন করে জ্বালা বাড়িয়ে কি লাভ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।