সদা সহাস্য থাকিবা......
শুভ্রদেবের সেই গানটা মনে পড়ে গেলো। যদিও বর্তমান পরিস্থিতিতে কিছু মডিফাই প্রয়োজন। সেই গানটা ছিলbr /> "গুডলাক বাংলাদেশ, গুডলাক...
বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুভ হউক।
কোটি কোটি প্রাণ আজ উদ্বেলিত .. যাত্রা শুভ হউক।
এটাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে শোনা আমার প্রথম গান।
সময়টা মনে হয় '৯৮ সাল। এইট / নাইনে পড়ি তখন। আমার একটু টু ব্যান্ড রেডিও ছিলো, যা আমি আর আমার বড় আপা ব্যবহার করতাম খেলা শুনার জন্য। অধীর আগ্রহে শুনতাম জাফর উল্লাহ শরাফত, মুসা ভাই, অনুপম হোসেন এর কণ্ঠ + আরো কয়েকজনের যাদের নাম মনে নেই।
আজ আর সেইরকম গান কোন মাধ্যমে প্রচার করা হয়।
প্রানে কোন উদ্বেলতা আসে না, খেলার সময়। সেই বিশ্বকাপে যাত্রা আর আজকের টেষ্ট আমার দৃষ্টিতে প্রায় সমান। কারণ আমরা কিছু বুদ্ধি প্রতিবন্ধীর র্নিবুদ্ধিতার কারণে টেষ্ট ক্রিকেট থেকে প্রায় ছিটকে পড়ছিলাম। তাই গত খেলাটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু আজকের এই খেলা নিয়ে আবারও সেই ৯৮এর মতো আশাবাদী।
৯৭ এ আইসিসি কাপ জয়ের শেষ বলের ধারা বিবরণী শুনেছিলাম মনে হয় চৌধুরী জাফরউল্লাহ শরাফতের মুখে। শাহরিয়ার হোসেন বিদ্যুত নাকি বিদ্যুতের গতিতে ১ রান নিয়ে তুলে এনেছিলেন বেধে দেয়া ওভারে ১৬৬ রানের শেষ স্তম্ভ। পরের দিন কোচিং এ যাবার সময় দেখেছি রাস্তায় যত গাড়ি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছে, সবগুলিই লাল, নীল রং এ রঙ্গীন। সেই রং শুধু রং ছিলো না। ছিলো আমাদের আবেগ, ক্রিকেটের প্রতি ভালোবাসা, খেলোয়াড়দের প্রতি ভালোবাসা।
সেই আবেগ এখন আর মানায় না। এখন আমাদের হস্ত কঠিন করতে হবে। আর ঘুমাইস না তোরা। হাত শক্ত কর। ঘুরিয়ে মার।
মেরে মেরে বল মাঠের বাইরে পার করে দে। কিন্তু কথা আছে, উইকেটেও থাকতে হবে - রানও চেজ করতে হবে। পত্রিকার পাতার শিরোনাম চাই না। ৯৭ এর আইসিসির মতো মনের ভিতরে শিরোনাম হয়ে থাক রে ভাই তোরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত: ২০১/১
আর ক্রিকেট নিয়ে আরো ভালো ভালো গান চাই।
দুর কি লিখলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।