আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ শেষ, কেমন হবে ২০২২ সালে আমাদের সামু, মডু ও ব্লগাররা।(ফডু ব্লগ তাই মডুরা দূরে থাকলেও চলবে)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ১) আমাদের মডু যখন ঘর থেকে অফিসের উ্দ্দেশ্যে বের হবেন.... ২) সমু মডারেটরদের জন্য রাস্তা ফাকা করে দেয়া হবে। ৩) তারপরও বে-রশিক মডু একাই রাস্তায় জ্যাম বাধায় দিবে। ৪) সামুর মডুর গাড়িতে ভিআইপি লাইসেন্স দেয়া হবে। ৫) শহড়ের জ্যাম পেরিয়ে শান্ত নিবির স্থানে সামুর অফিস হবে।

৬) অফিসে উঠার জন্য এরকম একটি সিড়ি থাকবে। ৭) সামুর মডারেটরদের গারি পার্কিং দেখেই তাদের দাপট বুঝা যাবে। ৮) এবার অফিসের ভিতরে এসে দেখুন। এ যেন এক জ্ঞান সমুদ্র। এই সাগরের ছোট ছোট নদি গুলো সব একেকজন ব্লগারের অনবদ্য সৃষ্টি, বই।

৯) সামুর কনফারেন্স কক্ষটা সামনের বছর আরো বড় করতে হবে। ১০) সামুর নিরাপত্তা বিভাগ এখন বেশ শক্তিশালি। তাদের নিয়ে জানা আপুর বিশেষ মিটিং চলছে। নিরাপত্তা বিভাগে নতুন সুপারহিরোকে নিয়োগ দেয়া হবে। ১১) অফিসের ড্রয়ার গুলোর তালা একত্রিত করলে তা বহন করতে কয়েকটা উট প্রয়োজন হবে।

১২) তখন ব্লগারদের আর 'পে মি' 'পে মি' করতে হবে না। তাদের এমনিতেই এত পে করা হবে যে টাকা নিয়ে রাস্তায় বসে বসে বিক্রি করতে হবে। ১৩) তখন ব্লগারদের পিকনিকের স্পটেও পরিবর্তন আসবে। নাম হবে ''এয়ারভোজন' । ১৪) মডুদের বিটলামিও সীমানা ছাড়িয়ে যেতে পারে।

তারা ওয়াচে থাকা ব্লগারদের উপর দিয়ে এইভাবে মটর সাইকেল চালাইতে চাইতে পারেন। (প্রস্তুত থাকুন) ১৫) মডুদের পুলাপাইন ও মডুর লাহান ভাব লইবে। এবং তাদের বিশেষ সম্মানও দেয়া হবে। ১৬) ব্লগারদের এত পাওয়ার দেয়া হবে কারন দুনিয়াবাসি বিশ্বাস করে যে পৃথিবীর বুকে যত দাজ্জাল আছে তাদের কেবল সচেতন ব্লগাররাই প্রতিহত করতে পারে। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই একদিন বড় বড় অত্যাচারীর প্রাসাদ ধ্বংস করবে।

আরব বসন্তের মতো বসন্ত আসবে বঙ্গোপসাগরের তীরেও। তারাই ঘুমন্ত শিশুদের জাগিয়ে তুলবে। ধর্ষকদের ফাঁসি দিবে। ঘুষখোরদের পাথর মারবে। মিথ্যা অঙ্গীকারকদের জিহ্বা কেটে নিবে।

অসুস্থ রোগীর জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করবে। পৃথিবীর মানুষদের শান্তির বানি শুনাবে। ১৭) সবশেষে ২০১২'কে বিদায় জানিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সাথে একটি ম্যাসেজ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.