অরেগনের পথে পর্বত, ঝর্ণা, হ্রদ, বনানী সব কিছুর দেখা মিললো তবে প্রকৃতির বিশাল একটি অংশ আজো অদেখাই রয়ে গেলো। সেই অপূর্ণতা থেকেই ছুটে গেলাম প্রশান্ত মহাসাগর দর্শনে।
পর্বতে ঘেরা অরেগনের সমুদ্র উপকূলের দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম “ক্যাপ কিয়াণ্ডা” অঙ্গরাজ্যের ব্যাস্ততম নগরী পোর্টল্যান্ড থেকে ঠিক ১০০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। যাত্রাপথে চোখে পড়লো দৃষ্টি নন্দন খামার বাড়ি, রিক্রিয়েশন ক্যাম্প, এয়ার মিউজিয়াম। শহরের থেকে একটু দূরে ভ্রমন করলেই প্রায় একই দৃশ্য চোখে পড়ে।
অধিকাংশ রাস্তা ঘাট, ক্যাম্প ও জনপদের অবস্থান পাহাড়ের পাদদেশে ঢালু ভূমিতে।
সমুদ্র উপকূলে পৌঁছতেই দেখা মিললো হেইষ্টক রকের। দেখতে অনেকটা অমসৃণ গম্বুজ আকৃতির। কিছুদূর গেলেই দেখা মিলবে পিরামিড আকৃতির স্যান্ড হিলের। রয়েছে স্যান্ড সার্ফিং এর ব্যাবস্থা।
অর্থাৎ এই বালির পাহাড়টি এতোটাই খাড়া যে কেউ চাইলেই সার্ফ বোর্ডের মাধ্যমে সোজা উপর থেকে নিচে নামতে পারবে। তবে পায়ে হেঁটে নিচ থেকে উপরে উঠতেই যতো বিপত্তি।
অ্যাডভেঞ্চারের শুরুতে দ্রুত অনেকদূর যাওয়ার পর প্রায় মূর্ছা গেলাম। চরম ক্লান্তিতে হাত পা ছেড়ে বালির উপর শুয়ে পড়লাম। অনেকেই দেখি ক্লান্তি রোধে একই পন্থা অবলম্বন করছে।
যাহোক যাবতীয় ক্লান্তি ছাপিয়ে এবার একেবারে চুড়ায়। ঠিক তখনই পেয়ে বসলো বালি ঝড়। উঠ পাখির মতো জামা মাথার উপর দিয়ে বসে পড়লাম। মিনিট দশেক পর লক্ষ্য করলাম আমার মস্তক আর পিঠের কিছু অংশ বাদে বাকীটা বালির নিচে!!
এবার চূড়া থেকে বার্ড'স আই ভিউতে সৈকত দেখার পালা। বিশাল উচ্চতার শিলা খণ্ড থেকে নিচে তাকাতেই শিহরণ জাগানো অনুভূতি।
সাগরের ঢেউ অনেকটা শিল্পীর তুলিতে ফুটে উঠা ছবির মতো দেখাচ্ছিলো। কি ব্যাপার এতো ঠাণ্ডাতেও মানুষ সার্ফিং করে!! আমি পানিতে কিছুক্ষন থাকার পর পা নিস্তেজ হয়ে যাওয়ার অবস্থা।
দেশে থাকা কালীন যতবার সেন্ট মার্টিন ভ্রমণ করেছিলাম প্রাতিবারই লাক্ষা শুটকি, কোরাল ও সামুদ্রিক রূপচান্দা মাছ দিয়ে ভুরিভোজ সেরেছিলাম। তবে এখানে ওসব কিছুর বালাই নেই। শুধু পাব আর লিকার স্টোরের ছড়াছড়ি।
সমুদ্রে এতো পানি তারপরও তাদের আবার বিশেষ পানীয়র দরকার কেনো তা বোধগম্য নয়!
চলবে.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।