আমাদের কথা খুঁজে নিন

   

কিউই দাপটে বিপদে ভারত

১১৩ রান করে আউট হয়েছেন কেন উইলিয়ামসন। আর ১৪৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আরেক অপরাজিত ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন খেলছেন ৪২ রানে।

বৃহস্পতিবার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে অকল্যান্ডের ইডেন পার্কে সফরে টানা ষষ্ঠবারের মতো টস জেতা ধোনির মুখে ছিল এক চিলতে হাসি।

সবুজ উইকেটে দুই পেসারের দাপটে শুরুতে সাফল্যও মেলে ভারতের, ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে নিউ জিল্যান্ড।

তবে ওখানেই বোলারদের দাপট শেষ; ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে ২২১ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান অ্যান্ডারসন ও ম্যাককালাম। জহির খানের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৭২ বলে ১০ চার ও দুই ছক্কার সাহায্যে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক করেন উইলিয়ামসন।

দলীয় ২৫১ রানে উইলিয়ামসন ফিরে গেলেও হার মানেননি ম্যাককালাম। অ্যান্ডারসনের সঙ্গে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পার করেন দিনের বাকিটা সময়।

২১০ বলে ১৮টি চার ও ২ ছক্কায় অষ্টম টেস্ট শতক হাঁকান ম্যাকালাম।  

ভারতের পক্ষে দুটি করে উইকেটে নিয়েছেন দুই পেসার ইশান্ত শর্মা ও জহির খান।

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৩২৯/৪ (ফুলটন ১৩, রাদারফোর্ড ৬, উইলিয়ামসন ১১৩, টেইলর ৩, ম্যাকালামম ১৪৩, অ্যান্ডারসন ৪২; ইশান্ত শর্মা ২/৬২, জহির খান ২/৯৮)

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।