আমাদের কথা খুঁজে নিন

   

HTML শিখুন হাতে কলমে(হেডিং ট্যাগ ও ব্যবহার,HTML প্যারাগ্রাফ,টেক্সট ফরমেটিং,ফন্ট ট্যাগ এর ব্যবহার) [পর্ব-৩]

HTML এর মাধ্যমে কোন ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। HTML এ মোট ছয় ধরণের হেডিং ট্যাগ রয়েছে এগুলো হল <h1> </h1> , <h2> </h2> , <h3> </h3> , <h4> </h4> , <h5> </h5> এবং <h6> </h6>  । যদি বড় সাইজের অক্ষরে শিরোনাম লেখার প্রয়োজন হয় তাহলে <h1> </h1> ট্যাগের মাঝে লেখা হয়। এবং অন্যান্য গুলো ব্যবহার করলে লেখার সাইজ আস্তে আস্তে ছোট হবে।
<html>
<head>
<title> http://www.creativewritingzone.com</title>
</head>
<body bgcolor=" green">
<h1>This is an example of heading 1</h1>
<h2>This is an example of heading 2</h2>
<h3>This is an example of heading 3</h3>
<h4>This is an example of heading 4</h4>
<h5>This is an example of heading 5</h5>
<h6>This is an example of heading 6</h6>
</body>
</html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।


যে কোন ডকুমেন্ট এক বা একাধিক প্যারাগ্রাফের মাধ্যমে লেখা হয়। HTML এ প্যারাগ্রাফ তৈরির   জন্য <p> বা প্যরাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন <p>This is a paragraph.</p>। ব্রাউজারের মাধ্যমে প্রতিটা প্যারাগ্রাফ প্রদর্শন করা হলে প্রতিটা প্যারাগ্রাফের পর একটা করে লাইন ব্রেক তৈরি হয়। যদি কখনো প্যারাগ্রাফের মধ্যেই লাইন ব্রেকের প্রয়োজন হয় তাহলে লাইনের শেষে <br /> ট্যাগ ব্যবহার করা হয়।


<html>
<head>
<title> http://www.creativewritingzone.com</title>
</head>
<body bgcolor=" green">
<p>This is a paragraph.</p>
<p>
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
</p>
<p>
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
</p>
</body>
</html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।
Microsoft Word এ Bold, Italic, Underline, strikethrough, Subscript, Superscript ইত্যাদি টেক্সট ফরমেটিং এর জন্য ব্যবহৃত হয়। HTML এর ক্ষেত্রেও Microsoft Word এর মত টেক্সট ফরমেটিং এর বিশেষ গুরুত্ব রয়েছে। একটি ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে টেক্সট ফরমেটিং বিষয়ে উপযুক্ত জ্ঞান থাকা দরকার। HTML এ টেক্সট ফরমেটিং এর জন্য <b>, <i>, <u>, <strike>, <sub>, <sup>, <big>, <small>, <strong>, <samp>, <tt>, <abbr>, <var>, <code>, <address> ইত্যাদি ট্যাগ সমূহ ব্যবহার করা হয়।


<html>
<head>
<title>http://www.creativewritingzone.com</title> 
</head>
<body bgcolor="green"> 
<p>
<b> (Bold)</b> 
This is an example of bold. <br />
<i>(Italic)</i> 
This is an example of Italic. <br />
<u> (Underline) </u> 
This is an example of Underline. <br />
<strike>(Strike) </strike> 
This is an example of Strike. <br />
(CO<sub>2</sub>) 
This is an example of Subscript. <br />
(E=MC<sup>2</sup>)
 This is an example of Superscript. <br />
<big>(Big text)</big>
This is an example of Big. <br />
<small>(Small text)</small>
This is an example of Small. <br />
<strong>(Strong text)</strong>
This is an example of Strong. <br />
<samp>(Sample text) </samp>
This is an example of Sample. <br />
<tt>(Teletype)</tt>
This is an example of Teletype. <br />
(<abbr> U.N.O</abbr> United Nations Organization.)
 This is an example of Abbreviation. <br />
(<var>x</var> is a variable.)
This is an example of Variable <br />
(<code>Computer code text.</code>)
 This is an example of Code.<br /> <address>
(Written by Goushul<br />
Address: http://www.creativewritingzone.com<br />
E-mail:goushul007@gmail.com)</address>
This is an example of Address <br />
</p>

</body> 
</html>
একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।
HTML এর মাধ্যমে কোন ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য <font> বা ফন্ট ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। <font size="5" face="Tahoma" color="red"> Bangladesh is a beautiful country.</font> এখানে size="5"  অংশটি হল font ট্যাগের একটি এট্রিবিউট, যা প্রকাশ করছে ইলিমেন্ট অর্থাৎ Bangladesh is a beautiful country. লেখাটির সাইজ কেমন হবে। এছাড়া face="Tahoma"  প্রকাশ করছে লেখাটির font হবে Tahoma এবং color="red" দ্বারা প্রকাশ করছে লেখাটির রং হবে লাল।
<html>
<head>
<title> http://www.creativewritingzone.com</title>
</head>
<body bgcolor=" green">
<font size="2" face="Verdana">
This is a paragraph.
</font>
<br />
<font size="5" face="Tahoma" color="red" >
Bangladesh is a beautiful country. 
</font>

</body>
</html>
একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন
আমার বিশ্বাস কিছুটা হলেও এ থেকে HTML সম্পর্কে ধারণা পাবেন।


ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।