আমাদের কথা খুঁজে নিন

   

অল্প পুজিতে আয় করুন, আর হয়ে যান উদ্যোক্তা।



আজ আমি এমন এক পথের কথা লিখছি এই পথে স্বাধীনভাবে নিজের স্বচ্ছলতা আর অর্থনৈতিক ভিত্তি গড়তে পারবে যেকোনো তরুন। হয়ে উঠতে পারবে একজন সফল উদ্যোক্তা।
চাকুরী স্বলপতা আর স্বল্প পুঁজি হতাশার বড় কারন। প্রতিযোগীতামূলক সমাজে স্বল্প পুঁজিতে শুরু করা উদ্দোগ লোকসানের মুখে থেমে যায়। অর্থ হারিয়ে উদ্দোক্তা হয়ে পরে হতাশ।

ক্ষেত্র বিশেষে ঋনগ্রস্ত।
মুক্তির উপায় : স্বল্প পুঁজির উদ্দোক্তাদের পুঁজি ঝুকি মুক্ত করে ,স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরী করতে পারলে উদ্দোগ হবে অর্থবহ। এগোবে বহুদূর।
মাধ্যমঃ (গারমেন্টস -টি শার্ট, শার্ট,জিন্স প্যান্ট ইত্যাদি। )- সাধারনভাবে কমদামে পন্য ক্রয় করে বেশী দামে বিক্রয় করাই লাভ।


বাজার মূল্যের চেয়ে কমদামে কোন পন্য বিক্রয় করলে ক্রেতা পাওয়া যেমন সহজ তেমনি নিকটস্ত দোকানে পাইকারী মূল্যে
পন্য দিতে পারলে তারাও হবে গ্রাহক। এ মাধ্যমে পাইকারি মুল্লে শতকরা ১০/২০ ভাগ এবং খুচরা বিক্রয়ে ২০/৪০ ভাগ লাভ করা সম্ভব। মূলধন প্রয়োজন ৫০,০০০/= থেকে ১০০,০০০/=টাকা। যাদের পুঁজির সমস্যা তারা ১৫,০০০/= থেকে ২০,০০০/=টাকার টি শার্ট কিনে শুরু করতে পারেন।
এখন সমস্যা হলো কী করে অল্প পূঁজিতে পাইকারী পন্য কিনবেন? পাইকারী পন্য মানেই বেশী পন্য, আর বেশী পন্য মানেই বেশী টাকা।

যা অনেকের নাগালের বাইরে। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে উৎস খুঁজে নিতে হবে। যা খুঁজে নেওয়া খুব জটিল নয়। যাদের উৎস নাই , প্রয়োজন মনে করলে নিতে পারেন আমার সহয়তা।
আপনি যদি হোন উদ্যোমী আর পরিশ্রমী তাহলে পন্য নিতে পারেন আমার কাছ থেকে।

আর ক্ষেত্র বিশেষে অবিকৃত পন্য নিরদিষ্ট সময়ের মাঝে ফেরৎ দিতে পারবেন, যদি তা আমার নেবার শর্ত পূরন করে। যাদের আমার সহায়তা প্রয়োজন,যারা ব্যবসা করতে চান শুধু তারাই মেইল করুন


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।