আমাদের কথা খুঁজে নিন

   

জানি আমায় তুমি কাপুরুষ ভেবেছ

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

জানি-আমায় তুমি কাপুরুষ ভেবেছ
ভেবেছ-
এমন এক পুরুষকেই কিনা ভালবাসলাম,
যে বুঝতেই পারেনা আমার ভালবাসা।
ইশারায় ইঙ্গিতে নানা বাহানায়,
হৃদয়ের বলে যাওয়া কথাগুলো
যেন তাকে কোন স্পর্শই করেনা।
ছুঁয়ে যাওয়া হৈদ্যিক অনুভূতিগুলো
বুঝার হৃদয়ই যেন তার নেই।
যখন আমি ভোরের শিশিরের মাঝে
সৌন্দর্য খুঁজি-
সে নির্বাক মুখে হেটে যায়।
বিকেলের শান্ত নীলাকাশ দেখিয়ে আমি যখন স্বপ্ন বুনি
বসে বসে সে ঘাসের ডগা ছিড়ে।



তুমি বুঝনি প্রিয়তমা,
শুধু ঘাসের ডগা নয়,
সাথে আমি ছিড়ে যাচ্ছি
আমার বোনা স্বপ্নগুলিও।
পৃথিবী নামক এই গ্রহের সভ্যতা
তোমার আমার মাঝে সামাজিক বৈরিতার
যে দূর্লঙ্গ প্রাচীর তুলে রেখেছে,
তা ভাঙ্গার সাহস আমি
খুঁজে ফিরি সর্বক্ষন।
রূপালি চন্দ্রিমায় স্নান করে
যখন আমি তোমায় নিয়ে স্বপ্ন সাজাই,
তোমার বাড়ির সুবিশাল ফটক
যেন আমায় তিরস্কার করে।
আমার বোনা স্বপ্নগুলো যখন
উড়ে যায় তোমার পানে,
তোমার আভিজাত্য যেন আমায়
উপহাস করে।

নিদারুণ অভিজ্ঞতায় আমি বুঝি,
স্বপ্ন আর বাস্তবতার ফারাক কতটুকু।


ভাগ্য আমায় নিয়ে যতটা খেলেছে
তার কিয়দংশও যদি তোমায় স্পর্শ করতো,
তাইলে তুমি বুঝতে
এ স্বপ্ন কখনো বাস্তব হবার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.