আমাদের কথা খুঁজে নিন

   

বাথরুমের দরজা ভাঙতে ববস্লেডের পুশ ট্রেনিং!

কেউ যখন বেমক্কা বাথরুমে আটকা পড়ে যায়, তখন হয় দরজা ধাক্কাধাক্কি করে কিংবা চিৎকার করতে থাকে। কিন্তু এসবের ধারেকাছেও যাননি সোচি অলিম্পিকে যোগদানকারী মার্কিন ববস্লেডার জনি কুইন। বাথরুমের বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে তিনি গোটা দরজাটাই ভেঙে ফেলেছেন।

ঘটনা হলো অলিম্পিক ভিলেজের বাথরুমে গোসল করতে ঢুকেছিলেন জনি। তখনই বেকায়দায় আটকে যায় দরজা।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আসা ৬ ফুট ২ ইঞ্চি লম্বা ২২০ পাউন্ডের এই অ্যাথলিটের কাছে দাঁড়াতেই পারেনি বেচারা দরজা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ভাঙা দরজার ছবি। আর এটি পোস্ট করেছেন জনি নিজেই। তিনি জানিয়েছেন, দরজা ভাঙতে ববস্লেডের পুশ ট্রেনিংকেই কাজে লাগিয়েছেন তিনি। তবে দরজা ভাঙার জন্য কোনও ক্ষতিপূরণ দিতে হবে কীনা তা নিয়ে খানিকটা চিন্তিত মার্কিন এই ববস্লেডার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।