আমাদের কথা খুঁজে নিন

   

প্রেয়সীর ঠোঁটে চুম্বন, বাথরুমের হাতল, ময়লা টাকা ও খাবার স্যালাইন!

Speak no evil, hear no evil, see no evil.

ভাইরে, শীতকাল শেষে গরম পড়িতেছে। চারিদিকে অসুখ হইবার সম্ভাবনা। এমনিতেই দেশ ক্রিকেটের উদ্বোধনীতে শ্রীলংকার লাস্যময়ী সুন্দরীদের দেখিয়া জ্বরে আক্রান্ত। এর পরেও যদি আসল জ্বরে পড়েন তাহা হইলে বিশ্বকাপ ক্রিকেট দেখাই মাটি! সুতরাং সাবধান হউন! ডিসকো বান্দরের উপদেশ নিন। জানিয়া রাখুন বাংলাদেশে থাকিলে কি কি উপায়ে আপনার দেহে ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়াইতে পারে।

পাবলিক টয়লেট - ইহার দরজার হাতল ও টয়লেট সীটে ই কোলি সহ অন্যান্য জীবানু থাকিতে পারে। ময়লা টাকা - প্রতি টাকায় প্রায় ২০০ রকমের ব্যাকটেরিয়া থাকে। বাস/ট্রেনের সীট ও হাতল - প্রতি ছোঁয়ায় নিশ্চিত ১৫০ রকম জীবানুর আগমন। মাছের বাজার - ভাইরে, ২৫০ রকমের ব্যাকটেরিয়া বা ভাইরাস! পাবলিক কম্পিউটার - রকমভেদে ১১০ রকমের জীবানু। হ্যান্ডশেক - ১০০ হইতে ২৮০ রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়া! প্রেয়সীর লাস্যময়ী ঠোঁট - ভাইরে, কমপক্ষে ৩০০ রকমের ভাইরাস (অবশ্য ৯৫% ভাগ ক্ষতিকর নয়!)।

অবশ্য ইহা চুম্বনের মাধ্যমে টিউবার কোলোসিস, ঠান্ডা জ্বর, স্কারলেট ফিভার, এবং র‌্যাস দেখা দিতে পারে! সাবধান! সুতরাং ভালোভাবে হাত ধোয়া জারী রাখুন এবং দু চিমটি লবন, গূড় ও পানি দ্বারা খাবার স্যালাইন বানাইয়া কাছে রাখুন! তবে চুম্বনের ব্যাপারে আমার কোনো চোথা বা সাজেশন নাই! বি.দ্র: আমি আজ সেইফ হইয়াছি! আফ্রিকান নেংটু বাবার পোস্ট দিয়া জেনারেল হইয়াছিলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।